উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে অনেক কিছুই নতুন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য একটি ফিচার হলো ওয়াই-ফাই সেন্স। এটির মাধ্যমে ফেইসবুক ও আউটলুক থাকা বন্ধুরা পাসওয়ার্ড ছাড়াই সরাসরি শেয়ার করা ওয়াই-ফাই ব্যবহার করতে পারে। তবে এতে হিতে বিপরীত হওয়ার আশংকাও থাকে।
ওয়াই-ফাই শেয়ারিং বন্ধ রাখার পদ্ধতি জানাতে এ টিউটোরিয়াল।
ফিচারটি বন্ধ করতে প্রথমে ‘Settings’-এ যেতে হবে।
তারপর সেখান থেকে Network & Internet-এ যেতে হবে।
সেখান থেকে Wi-Fi অপশনটিতে ক্লিক করে Manage Wi-Fi settings-এ ক্লিক করতে হবে।
তাহলে নতুন একটি উইন্ডো চালু হবে, যেখান থেকে আউটলুক, ফেইসবুক, স্কাইপ কন্টাক্টগুলো আনচেক করে দিতে হবে।
তাহলে হটস্পটে ওয়াই-ফাই শেয়ারিং থাকলে তা কেউ আর ব্যবহার করতে পারবে না। যা আপনার নেটওয়ার্কের নিরাপত্তা বাড়িয়ে আরও বেশি নিরাপদ করে তুলবে।
টিউনটি প্রথম প্রকাশিত হয় এখানে চাইলে ঘুরে আসতে পারেন