প্রথমে আমার সালাম নিবেন

আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।


শক্তিশালী ব্যাটারির একটি ফোনের কনসেপ্ট প্রকাশ করেছে নকিয়া। ফোনটির মডেল নকিয়া আলফা বিস্ট। এই ফোনটিতে বেশ কিছু চমক থাকছে। ফোনটিতে ৮ জিবি র্যাম, ২১ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে।

নকিয়ার নতুন এই ফোনটিতে ফটোগ্রাফারদের জন্য তৈরি করা হচ্ছে। এই ফোনটি বেশ কয়েকটি অ্যাপ একসঙ্গে চালানো যাবে। এটি মনোলিথেটিক মেটাল ডিজাইনে তৈরি করা হয়েছে। ফোনটি সম্পূর্ণ পানিরোধী।

ফোনটিতে থাকছে ৫.৭ ইঞ্চির সুপার অ্যামোলিড কোয়াড এইচডি টাচস্ক্রিন। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৬ প্রসেসর, অ্যাড্রিনো ৫৪০ জিপিইউ।

৮ জিবি র্যাম সমৃদ্ধ এই ফোনটি ১২৮/২৫৬ জিবি রম ভার্সনে পাওয়া যাবে।

মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি আরও ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।ছবির জন্য ফোনটিতে আছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ২১ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।

ফোনটিতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে কুইক চার্জ ৩.০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

অ্যানড্রয়েড ৮.০ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ফোরজি নেটওয়ার্ক কানেকটিভিটি থাকছে। ফোনটির প্রত্যাশিত মূল্য ৯০০ ডলার।

8 thoughts on "এবার বাজারে আসছে নোকিয়ার 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন দেখুন অসাধারন ফোনের ফিচার গুলো।"

    1. MD Contributor Post Creator says:
      hmmm
    1. MD Contributor Post Creator says:
      tnx
  1. Md Sajid Subscriber says:
    wow.
    Android 8 konta abar
  2. shakil-ahmed Contributor says:
    wowww I love nokia android but prblm hocce nokia android e playstore nai kintu ken bujlam na

Leave a Reply