প্রিয় বন্ধুরা সবাই কে আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন।
আশা করি আল্লাহ আপনাদের প্রত্যেককেই অনেক ভালো রেখেছেন।
আর আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি।
আজকে আপনাদের দারুন একটি স্মার্টফোনের রিভিউ লিখেছি।
এই স্মার্টফোনটির ছিলে কিনা আপনি কখনো ঠকবেন না জিতবেন গ্যারান্টি।
তাহলে চলুন দেখা যাক কী সেই ফোন এবং ফোনটিতে কি কি আছে।
যে ফোনটির রিভিউ লিখতে চলেছি তার নাম হলো- Xiaomi Redmi 5 Plus
তাহলে এখন দেখা যাক ফিচারগুলো।


এই ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9 যা HD+ ডিসপ্লে অফার করে।
Redmi 5 Plus ফোনটিতে 5.99- ইঞ্চির ডিসপ্লে আছে আর এতে স্ন্যাপড্র্যাগন 625 SoC প্রসেসার দেওয়া হয়েছে।

এছাড়া ফোনটিতে 12MP’র রেয়ার ক্যামেরা আছে যা 1.25-মাইক্রোন
পিক্সাল সেন্সার যুক্ত আর এই ডিভাইসে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে, যা সফট-টোন ফ্ল্যাশ যুক্ত।
এই ফোনে প্রি-লোডেড বিউটিফায়ার 3.0 অ্যাপের সঙ্গে ইম্প্রুভড পোট্রেট শটস আছে।
এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যায়। আর সেখানে Redmi 5 Plus ফোনটিতে 4000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।
এটি অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটের MIUI 9 তে কাজ করে।
সেন্সর-ফিঙ্গারপ্রিন্ট, অ্যাকসিলরোমিটার, গিয়ারো, প্রক্সিমিটি, কম্পাস।
যে কালারগুলো তে স্মার্টফোনটি বিক্রি হবে-কালো, গোল্ড, হালকা নীল,
গোলাপ স্বর্ণ।
ফোনটিতে 3GB RAM আর 32GB internal storage দেয়া হয়েছে।
প্রসেসর- Octa-core, 2.0 GHz
নেটওয়ার্ক স্কোপ- 2 জি, 3 জি, 4 জি
ভিডিও রেকর্ডিং করতে পারবেন- Ultra HD (2160p)
আমার কাছে স্পেশাল ফিচার মনে হয়েছে – ফাস্ট ব্যাটারি চার্জিং 5V / 2A
এছাড়াও অন্যান্য যে সকল ফিচার রয়েছে-ব্লুটুথ, জিপিএস, এ-জিপিএস, এমপি 3, এমপি 4,রেডিও, জিপিআরএস, এজ,লাউড স্পীকার,Multitouch
বন্ধুরা এই অসাধারণ ফোনটি বাংলাদেশের মার্কেটে বিক্রি হচ্ছে মাত্র 17,990 টাকাতে
আপনার বাজেট যদি ১৭ থেকে ২০ হাজার টাকার মধ্যে হয় তাহলে এই ফোনটি কিনতে পারেন। এক কথায় অসাধারণ একটি ফোন হবে।
বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

বেকার না বসে কম দামে সাইট তৈরী করে মাসে ৩০০০-৫০০০ টাকা আয় করুন।
Visit wwW.MastyBd.Mobi

13 thoughts on "Xiaomi Redmi 5 Plus এই ফোনটি কিনতে চাচ্ছেন ? কিন্তু কেমন হবে জানেন না তা হলে পোস্টটি দেখুন | ফুল রিভিউ।"

  1. Jony Champ Author says:
    ভালোই
  2. Md. Alamin Author says:
    সুন্দর পোষ্ট
  3. Tarek Contributor says:
    17000 taka te sob theke vlo phone samsung galaxy j7 nxt
    1. Md. Alamin Author says:
      হুম তবে ব্যাটারির ক্ষেএে এটায় ভালো হবে ভাই।
    2. Jony Champ Author says:
      Hahaha
    3. tannay399 Contributor says:
      Redmi 5 Plus advantages:
      screen Resolution 1080 x 2160 pixels, 18:9 ratio (~403 ppi density)
      Corning Gorilla Glass
      3 GB RAM, 32 GB Storage
      Octa-core 2.0 GHz
      Fingerprint,gyro,compass Sensors
      4K Video Recording
      Aluminium Body
      BATTERY Li-Po 4000 mAh
      Antutu Benchmark 60000+
  4. Alif Author says:
    Phone Review Na Dilei Ki Noy??? Edaning Phone Review Er Poriman Bere Geche Onk….
  5. Anik Contributor says:
    vai apni r ekta post korle century hoye jabe ?
  6. MOSHAROOF98 Author says:
    kom dame mobile kinte ai address a chole asun ba phone din. ridmi 5+ now. 16,000+backcover+scernprotector+offer…

    Address: Shop #10, Block #8, Level #5,
    Basundhara Shoping Mall, Dhaka.
    Hotline: 019 98 038166
    GNG
    @[899091806838326:]

  7. sujon mahmud Contributor says:
    gd post
    Phone Review dekhe jara new phn kinte jasse tara onek upokkrito hbe
    go ahed bro
  8. Life Destructor Contributor says:
    4G support korbe?
  9. Not Found Contributor says:
    Bro Redmi Note 5 pro Bd te kobe asbe?

Leave a Reply