বন্ধুরা সবাই কে আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভাল আছেন।
আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি।
বরাবরের মতো আজকেও দারুন একটি স্মার্টফোনের রিভিউ লিখতে চলেছি
আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে।
আজকে যে ফোনটি রিভিউ লিখতে চলেছি তার নাম : ওয়ালটন ‘প্রিমো এসসিক্স ইনফিনিটি’ বাজারে এনেছে ওয়ালটন।
এই ফোনটিতে যা যা থাকছে।
ফোনটি রান করছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ওরিও ৮ অপারেটিং সিস্টেম।
ফোরজি সাপোর্টেড এই হ্যান্ডসেটে আরো আছে ৫ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লে ও ২.৫ডি কার্ভড গ্লাস। রেজ্যুলেশন ১৪৪০*৭২০ পিক্সেল।

এতে আছে ৩ জিবি র্যাম ও ৩২ গিগাবাইট মেমোরি।
যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
এর পেছনে থাকছে ১৩ মেগাপিক্সেল আর সামনে থাকছে ৮ মেগাপিক্সেল
ক্যামেরা এতে আছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।
ফোনটির ওজন ১৪৬ গ্রাম।
আপনারা হয়ত ভাবছেন সবই তো বুঝলাম এর দাম কেমন।
দাম নিয়ে চিন্তা করার কারণ নেই কারণ আমাদের দেশে তৈরি বলে কথা।
স্মার্টফোনটির মূল্য মাত্র ১৫ হাজার ৯৯০ টাকা।
ফোনটি সোনালি, নীল ও ধূসর রঙে পাওয়া যাবে।
আজ এ পর্যন্তই আশা করি পোস্টটি আপনাদের ভাল লেগেছে।
রাত পোহালেই বাংলাদেশ vs ইন্ডিয়ার খেলা।
শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মাহমুদুল্লাহ’র ছয়, বাংলাদেশের জয়। অবিশ্বাস্য এই জয়ের জন্য অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে।
আশা করি কালকে খুব সহজেই ইন্ডিয়াকে হারিয়ে জয় নিশ্চিত করবে টাইগাররা।
নিজের নামে ওয়েবসাইট তৈরি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন | বিস্তারিত এখানে পড়ুন।

11 thoughts on "ওয়ালটনের নতুন ফোরজি হ্যান্ডসেট ‘প্রিমো এসসিক্স ইনফিনিটি’ সম্পূর্ণ রিভিউ দেখতে চাইলে পোস্টটি পড়ুন।"

  1. Labib Author says:
    পোষ্টটি ছোট হয়েগেছে কিছু। তথ্য সংগ্রহ করে আরো কিছু বড়ো করুন। তাহলে সুন্দর হবে।
  2. Server Error Author says:
    এই ডিভাইজ নিয়ে টিউন করা হইছে।
  3. Shamsul Arifen Shakil Contributor says:
    বাজে ফোন
  4. Anik Contributor says:
    qualcom chipset dile phone gulo aro strong hoto
  5. alimran Contributor says:
    এটা পুরাপুরি বাংলাদেস তৈরী
  6. Piash Contributor says:
    MediaTake?
    1. Siam Mohammad Zubaer Contributor says:
      জি তবে Mediatake নয় Mediatek হবে
  7. ovi Contributor says:
    বাল্টন 😂
  8. mobinbiswas Contributor says:
    দামের তুলনায় বাজে ফোন। এত্ত দাম দিয়ে এই ফোন কেনা ঠিক হবে না।
  9. Cracker Contributor says:
    3x0t!c_Fv17

Leave a Reply