হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমিও ভাল আছি ৷

 আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম  ভয়েস কিবোর্ড ব্যবহার করে যেভাবে পোস্ট করব ট্রিকবিডিতে খুব তারা তারি ৷

আমার এই পোস্ট পুরোটাই  ভয়েস কিবোর্ড ব্যবহার করে করতেছি ৷ তাও আবার বাংলায় কথা  বলে ৷

আমার এই পোস্টার ড্রামা অনুযায়ী করতেছি……

বলটুঃ মামুন ভাই আপনি নাকি  ভয়েস কিবোর্ড ব্যবহার করে ট্রিকবিডি তে পোস্ট করতে পারেন ?

মামুনঃ হ্যা পারিত বলটু ৷

বলটুঃ এর জন্য কোন এপস ব্যাবহার করা লাগবে ৷

মামুনঃ না ৷

বলটুঃ আমাকে একটু শিখাবেন

মামুনঃ  অবশ্যই শিখাব ৷

বলটুঃ কিভাবে ?

মামুনঃ কয়েকটা সেটিং করে ৷

বলটুঃ বুঝলাম কিন্তু কি কি সেটিং করতে হবে ?

মামুনঃ বেশি কিছু না অল্প প্রথমে তোমার কিবোর্ডে যাও না না ভুল হয়ে গেছে,

 তুমি যেখানে লিখতে চাও সেখানে যাও তারপর 

বলটুঃ তারপর কী?

মামুনঃ তারপর তোমার কীবোর্ডের মাইক্রোফোন এর মত দেখা যায় ওখানে চাপ দাও তারপর কথা বল 

বলটুঃ কই স্বপন ভাই হয় না তো

মামুনঃ ডাটা চালু করেছো?

বলটুঃ না ৷

মামুনঃ তাহলে চালু করো ৷

বলটুঃ হয় , তবে বাংলায় লেখা হয় না,  বাংলিশ/ইংরেজিতে লেখা হয় ৷

মামুনঃ  ও আচ্ছা তাহলে তো তোমাকে সেটিং ল্যাংগুয়েজ বাংলা করতে হবে, বাংলা করার জন্য সেটিং এর মতন দেখা যায় ওখানে ক্লিক করো,

 তারপর সেটিং ল্যাংগুয়েজ ট্যাপ করো, নিচের দিকে যাও

 তারপর দেখবে বাংলা (বাংলাদেশ) ওখানে মার্ক (√) করো ৷

 ইংরেজি সিলেক্ট করা আছে ওইটা আনমার্ক () করে সেভ করো  

ব্যাস কাজ শেষ ৷

বলটুঃ মামুনভাই পারতেছিনা তুমি স্ক্রিনশট দাও 

মামুনঃ আচ্ছা দিচ্ছি  

বলটুঃআমিও এখন পারি ট্রিকবিডিতে খুব তারাতারি গুগল ভয়েস কিবোর্ড এর সাহায্যে বাংলায় পোস্ট করতে, ধন্যবাদ  মামুন ভাই ৷

মামুনঃ স্বাগতম বলটু ৷

বলটুঃ আরো কিছু শিখাবেন 

 মামুনঃ অন্যদিন শিখাবো ৷

 

 বন্ধুরা কেমন লাগলো আজকের পোস্ট, ভাল লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন ৷ 

নাবুঝলে কমেন্টস করুন ৷

ধন্যবাদ 

 

5 thoughts on "ভয়েস কিবোর্ড ব্যবহার করে খুব তাড়াতাড়ি ট্রিকবিডি পোস্ট করুন তাও আবার বাংলায়"

  1. Dip Dey - Walker #57341 Contributor says:
    স্টাইল টা আনেক ভালো লাগলে And Typeing এর মজা আর আর কথা বলার মজা সেম না ব্রো
  2. Akash Ahmed Contributor says:
    Jodio agei jantam but taw onk onk tnx ??
    1. Mamun Author Post Creator says:
      Well
  3. তাহের Author says:
    Akoi post koibar korba vai?
    1. Mamun Author Post Creator says:
      Sorry..!

Leave a Reply