হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন । আজ আমি আপনাদের দেখাতে চলেছি Samsung Galaxy F22 ফোনটির রিভিউ । এর আগের পোষ্টে আমি আপনাদের দেখিয়ে ছিলাম Walton Primo N5 ফোনটির রিভিউ । আপনার আগের পোষ্টটি না দেখে থাকলে দেখে আসতে পারেন ।
Walton Primo N5 Review

এবার চলুন আজকের পোষ্ট শুরু করি ।

Brand : Samsung

Model : Galaxy F22

NETWORK : 2g,3g,4g

CONNECTIVITY : Dual Nano SIM, Wifi, Bluetooth, Usb, OTG & NFC

DISPLAY SIZE : 6.4″

DISPLAY RESOLUTION : HD+ 720 x 1600 pixels
(274 ppi)

WEAIGT : 203 Grams

BACK CAMERA : Quad
48+8+2+2 Megapixel

VIDEO : 1080p full HD

FRONT CAMERA : 13MegaPixels

BATTERY : Lithium-
polymer 6000 mAh (non-removable)+10W Fast Charging

Operating System : Android 11(One UI Core
3.1)

Chipset : Mediatek Helio G80(12nm)

RAM : 6GB

ROM : 128 GB (eMMC 5.1)

Processor : Octa core, up to 2.0 GHz

GPU : Mali-G52 MC2

SECURITY : Fingerprint & Face Unlock

Sensors : Fingerprint,
Accelerometer,Proximity,Gyroscope, E-
Compass

Made By : Samsung, Bangladesh

বিশ্লেষিত কথাঃ

Samsung Galaxy F22 ফোনটিতে রয়েছে 6.4 ইঞ্চি সুপার AMOLED HD+ স্ক্রিন । এটিতে একটি ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে ।

পিডিএএফ, এলইডি ফ্ল্যাশ, ডেপথ সেন্সর,ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ পিছনের ক্যামেরাটি কোয়াড 48+8+2+2 মেগাপিক্সেল ।
সামনের ক্যামেরাটি 13
মেগাপিক্সেল ।

Galaxy F22 ফোনটিতে রয়েছে 15W দ্রুত চার্জিং ক্ষমতা সহ 6000 mAh এর একটি ব্যাটারি ।
ফোনটিতে পাবেন 6 GB RAM, 2.0 GHz পর্যন্ত অক্টাকোর CPU এবং Mali-G52 MC2 GPU ।

ফোনটি একটি Mediatek

Helio G80 (12 nm) চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটিতে রয়েছে 128 জিবির অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট
। এই ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট
সেন্সর রয়েছে।

অন্যান্য
বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে,রেকর্ডিং সহ এফএম রেডিও, ডুয়াল সিম, ফেস আনলক,অ্যান্ড্রয়েড 11 ইত্যাদি ।
এই ফোনটি আপনারা পাচ্ছেন ১৯,৪৯৯ টাকার বিনিময়ে।
তো বন্ধুরা,, আজকের পোস্ট এই পর্যন্তই, যেখানে আপনারা দেখলেন স্যামসাং গ্যালাক্সি F22 ফোনের সম্পুর্ন রিভিউ। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আজ এপর্যন্তই।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, এবং ট্রিকবিডিএর সাথেই থাকবেন।

এই কামনায় আজ এখানেই শেষ করছি।

নমস্কার





10 thoughts on "নতুন ফোন কিনবেন । হতে পারে এটাই আপনার পছন্দের ফোন । দেখে নিন [full reviwe]"

    1. Mr.Juel Contributor Post Creator says:
      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
    1. Mr.Juel Contributor Post Creator says:
      ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যের জন্য। ??
  1. Helal Ahmed Contributor says:
    HD+ 720 x 1600 pixels (274 ppi)
    1. Mr.Juel Contributor Post Creator says:
      এটাই তো রয়েছে ।
  2. Apis Contributor says:
    Good review ??
    1. Mr.Juel Contributor Post Creator says:
      ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যের জন্য ????
  3. imranex Contributor says:
    Don’t buy Mid-range samsung. They’ve display issue.

    Go for Xiaomi

  4. Mr.Juel Contributor Post Creator says:
    ??

Leave a Reply