আসসালামু আলাইকুম । কেমন আছেন সবায় ? আশা করি সবায় ভালই আছেন । ভাল তো থাকবেনই, কারন ট্রিকবিডির সাথে আছেন বলে ।

আমিও অনেক দিন ধরেই ট্রিকবিডির সঙ্গে আছি, কিন্তু এতদিন আমি ট্রিকবিডির শুধু ভিজিটর-এই সীমাবদ্ধ ছিলাম, কিন্তু এখন আমি একজন সদস্য ।

ট্রিকবিডিতে এটাই আমার প্রথম পোস্ট । কোন ধরনের ভুল হলে ছোট ভাই মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

তো অনেক কথা হল, এবার কাজের কথায় আসি ।

আমার আগেও এই পোস্ট হয়ত কেউ করে থাকতে পারে, তবে হ্যা, যারা এখনো জানেন না শুধুমাত্র তাদের জন্যই এই পোস্ট ।

নেভিগেশন বার আনার জন্য-
• Rooted Phone
• Root Explorer এবং
• সাহস
-এর দরকার হবে ।
প্রথমে Root Explorer ওপেন করে নিচে এসে System ফোল্ডারে প্রবেশ করি—

তারপরে একটু নিচে এসে buid.prop চেপে ধরে নিচের ছবির মত কাজ করি

তারপরে ‘Open in Text Editor’ এ ক্লিক করি

এখন আমরা দেখতেই পাচ্ছি যে, এটাকে এডিট করা হচ্ছে । এডিটর ওপেন হলে একটু করে নিচের দিকে নামতে থাকুন, আর দেখুন
# temporary enables NAV bar (Soft Keys)
qemu.hw.mainkeys=1

এই লেখাটি খুজে পান কিনা, তারপর ছবির মত কাজ করুন

তারপর Save And Exit দিয়ে বের হয়ে আসি

তারপর ফোন রিবুট দিই

ফোন রিবুট করার পর, দেখুন আমার নেভিগেশন বার এসে গেছে ।
আর হ্যা, ওখানে দেখতে পাচ্ছেন build.prop এর আগের ফাইলটা ব্যাকআপ হয়ে গেছে , আপনি চাইলে ব্যাকআপটা রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন । কারন যখন আপনার নেভিগেশন বার দরকার হবেনা তখন build.prop টা ডিলিট করে দিয়ে ব্যাকআপের টাতে Rename করে .bak টা ডিলিট করে দিয়ে Save করে ফোন রিবুট দিলেই, আগের মত হয়ে যাবে ।
বি.দ্রঃ যদি build.prop এর মধ্যে উপরের code গুলি না থাকে তাহলে নতুন করে লিখবেন । যেমনঃ
# temporary enables NAV bar (Soft Keys)

qemu.hw.mainkeys=0

?

তো আজকে এ পর্যন্তই, সবায় ভাল থাকবেন ।

11 thoughts on "(Root) কোন সফ্টওয়্যার ছাড়াই শুধুমাত্র ‘Build.prop’এডিট করেই যেকোন mtk65xx এর ফোনে নেভিগেশন বার আনুন খুব সহজে । (যারা এখনো জানেন না তাদের জন্য ।)"

  1. King Bad Boy??? Contributor says:
    কাজ হয় নি আমার
  2. Mr ßlàck Author says:
    কোনো দরকার নেই

    google play store এ এরকম অনেক পাওয়া যায় ।

    আর রুট ছারাই চলে

    1. Oleraj Author says:
      Ha ha…Root user ra system edit korei phone er better performance use kore….. soft er dorker ki jodi buil prop ei kaj hoy
    2. Mr ßlàck Author says:
      kaj na
      korle phone brick korte pare
    3. Oleraj Author says:
      Ta thik?? but backup ace to
  3. Faisal Huxxain AlBin Author says:
    same post ache ar eta onk phn er 12ta bajaia dey
  4. mdrubel Contributor says:
    vai ami new amar phone huawai y5 ami root korbo kibabe king rood diye hoi na plz hlp me
    1. RJ Contributor Post Creator says:
      Android Version কত?

Leave a Reply