যারা Android Phone এর ২৫৬/৫১২ বা ১ জিবি Ram ইউজার তাদের প্রত্যেকেই চেষ্টায় থাকি ফোনের Background Running Apps গুলোকে Kill করে RAM এবং BATTERY দুটোকে SAVE করতে।

এই জন্যে আমরা DU Batter Saver Pro বা SPEED BOOSTER বা RAM BOOSTER/ APPS KILLER নামে কতশত আজাইরা UTILITY Apps ব্যবহার করি। কিন্তু সব চেষ্টাই মনমত হয় না, বরং এ এসব আজাইরা APPS গুলো বিশাল স্পেস দখল করে রাখে।
আর তাই এসব আজাইরা Utility Apps এখনি Uninstall করুন আর শুরু করেন এই সিম্পল প্রসেস।
তাই নিচের মত করে শুরু করেন.
Mobile এর Settings এ গিয়ে তারপর About Phone এ যান,
একে বারে নিচে BUILD NUMBER লিখাটার উপর ৫/৬ বার ট্যাপ/টাচ করুন,
এতে আপনার ফোনের DEVELOPER OPTION টি চালু হবে।
এবার Back করে SETTINGS এর DEVELOPERS OPTION এ যান,
একেবারে নিচের দিকে গিয়ে একটা Option পাবেন DON\’T KEEP ACTIVITIES এতে টিক দিন এবং BACKGROUND PROCESS LIMIT (1) করে দিন।
(উল্লেখ্যঃ DEVELOPERS OPTION এর এই কাজটি প্রতিবার REBOOT/ SET ON করার ক্ষেত্রে ১ বার করে নিতে হবে)
.
ব্যাস, এবার কাজ শেষ।
DEVELOPERS OPTION এর BACKGROUND PROCESS LIMIT অপশন টি আপনার ফোনের Background Running Apps গুলোকে লিমিটেড করে রাখবে, তাহলে, একদিকে আপনার ফোনের ব্যাটারি সেভ ও হবে অন্যদিকে Ram ফ্রী থাকবে।
আশা করি বুঝতে পেরেছেন

4 thoughts on "Ram ভাল রাখবেন যেভাবে দেখে নিন।"

  1. Riadrox Legend Author says:
    তাহলে মাল্টিটাস্কিং উড়ে যাবে। সবাই আঙুল চোষ।
  2. DH Sajib Contributor says:
    Good post bro
  3. Himu Contributor says:
    taile Android java phone joe jabe

Leave a Reply