আপনাদের জন্য নিয়ে এসেছি এন্ড্রয়েড ব্যবহারকারীদের সবচেয়ে প্রয়োজনীয় সফটওয়্যার গুলোর একটি।সফটওয়্যার নাম :-Chamelephon

শিরোনাম দেখেই বুঝে গেছেন এটি কি।
Click Here To download

অনেকের হয়তো কাস্টমরোম দেওয়ার সময় অথবা Restore দেওয়ার সময় IMEI চলে যাই।
চিন্তার কোন কারন নেই।আপনার আর ২০০-২৫০ টাকা দিয়ে মোবাইলে IMEI দিতে হবেনা। এই সফটওয়ার এর মাধ্যমে ইচ্ছা মত IMEI সেট করতে পারবেন বা Change করতে পারবেন।

কিভাবে ব্যবহার করবেন?

১.জেনারেটর আইএমি চাপলে আপনাকে অটোমেটিক আইএমি তৈরি করে দিবে।
২.এপলাই আইএমি চাপলে আপনার আইএমি সেট হয়ে যাবে।
৩.আপনি যুদি নিজের ইচ্ছা মত IMEI তৈরি করতে চান তাহলে imei নাম্বার তৈরি করা শেষ হলে যুদি লাল চিহ্ন আসে তাহলে বুজবেন imei number ভুল হইছে।আর যুদি সবুজ চিহ্ন আসে তাহলে বুজবেন imei number ঠিক আছে।
আপনারা আমার জন্য দু’য়া রাখবেন আমি জেন আপনাদের সামনে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি।
NOTE:-অবশ্যই আপনার মোবাইল রুটেট হতে হবে।

6 thoughts on "যাদের মোবাইলে INVALID IMEI অথবা IMEI চলে জাওয়ার ভয় আছে তারা দেখুন।"

  1. siam khan Author Post Creator says:
    Thanks…
  2. মুফতি Author says:
    আল্লাহ তুমারে হেদায়েত দান করুক। (আমিন)
    Fully owsomeee
    আমার symphony w68q imei invalid করে ফেলছিলাম kongoroot দিয়া।
    ঠিক করলাম…….. এইটা দিয়া…..
  3. siam khan Author Post Creator says:
    শুনে খুশি হলাম এপটি আপানার কাজে লাগছে।
  4. SHAIKAT Hossen Contributor says:
    Thank you Siam Khan 👏

Leave a Reply