আমরা অনেকেই প্লে স্টোরে উপরেরছবির মতো সমস্যায় পরি ।। আজকে আমিএই সমস্যাগুলোর বেশ কয়েকটি সমাধানদেখাবো ।।মেথড ১আপনার হ্যান্ডসেট বা ট্যাবটি অফ করেআবার অন করুন ।। তারপর আবারপ্লেস্টোরে ঢুকে দেখুন সমাধান হয়েছেকি না ।। ঠিক হলে তো ভালোই, আর নাহলে নিচের অন্য মেথডগুলো অনুসরন করুন ।।মেথড ২আপনার হ্যান্ডসেটের “Time And Date”সেটিং ঠিক করুন ।। তারপর আপনারডিভাইস (হ্যান্ডসেট/ট্যাব) রিস্টার্ট করুন।। এভাবেও যদি কাজ না হয় তাহলে অন্যমেথডগুলো দেখুন ।মেথড ৩আপনার মোবাইলের “Setting” থেকে“Application Manager” এ যান ।।তারপর Google Play Store খুজে বের করেতার ভিতরে ঢুকুন ।।তারপর Clear Data আর Clear Cache এ টাচকরুন ।।তারপর Download Manager এ গিয়ে ডাটাও ক্যাশ ক্লিয়ার করুন ।।এইভাবেও যদি কাজ না হয় পরের মেথডঅনুসরন করুন ।।মেথড ৪আপনার মোবাইলের সেটিংয়ে যান ।।অ্যাপ্লিকেশন ম্যানেজার থেকে গুগলপ্লে স্টোর খুজে বের করুন ।।তারপর সেটাতে ঢুকে “Uninstall Updates” এটাচ করুন ।।তারপর ফোন রিস্টার্ট করুন ।।উপরের কোন মেথডই যদি কাজ না করেতাহলে আপনার মোবাইল ফরম্যাট/ফ্ল্যাশকরুন ।
সকল প্রকার টিপস ও ট্রিকস পেতে এখানে আসুন
One thought on "প্লে স্টোরের “ No Connection ” সমস্যার সমাধান ।।"