Hello World!

কখনো কি আপনার ফোনকে 180 degree পর্যন্ত rotate করে ব্যবহার করেছেন?

কেন করবেন সে বিষয়ে সম্পূর্ণ পোস্টটি পড়লেই জানতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক।

এর জন্যে আমাদের যা যা লাগবে :

(১) একটি Android Device

(২) একটি App যার নাম : Rotation – Orientation

App Link : Rotation – Orientation

এই App টির মাধ্যমে আপনি যা যা করতে পারবেন :

? আপনার ফোনকে যেকোনো Angle এ Rotate করতে পারবেন। আপনি হয়তোবা ভাবছেন ফোনের Auto Rotate Feature টি On করে দিলেই তো হয়। এতে Special কি আছে?

আসলে Auto Rotate এর মাধ্যমে আপনি Reverse Potrait এ যেতে পারবেন না আবার Landscape Mode কে সবসময়ের জন্য On ও করতে পারবেন না।

এই App টির মাধ্যমে আপনি আপনার ফোনকে যেভাবে যে Angle এ ইচ্ছা System Override করে আজীবনের জন্যে রেখে দিতে পারবেন অনেকটা Tab এর মতো।


? আপনি এখানে messenger chat head এর মতো আলাদা করে একটি floating head on করে ব্যবহার করতে পারবেন।

? এটার আরেকটি Useful ব্যবহার হচ্ছে ধরুন আপনার ফোনের charging port টা নিচের দিকে আর আপনি কোনো জায়গায় দাড় করিয়ে (হতে পারে কোনো stand) charge দিচ্ছেন বা ব্যবহার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে ফোনটাকে উলটো করে চালাতে হবে।

আপনি ফোনকে উলটো করেও চালাতে পারবেন খুবই সহজ ভাবে এই এপটির মাধ্যমে।

? যে floating head টার কথা বলছিলাম সেটাকে আপনি বিভিন্নভাবে Customize করতে পারবেন।

? আপনি চাইলে Orientation কে lock ও করে রাখতে পারবেন।

? Call Orientation & Lock Orientation কে Customise করতে পারবেন।

? আপনি যদি চান headset ঢোকানোর পর অন্যভাবে আপনার ফোনটা নিজে নিজে rotate হয়ে যাক তবে সেটাও করতে পারবেন।

? এমনকি এটা Charging এবং dock উভয় ভাবেই করতে পারবেন।

? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ Feature এ আর সেটি হচ্ছে App Orientation।

এর কাজটা কি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি এমন একটু App ব্যবহার করেন যেটা সবসময়ই Potrait বা ধরেন landscape mode এ থাকে, ধরে নিন সেটা Mx Player।

এখন আপনি যদি এই feature টিকে Mx player এর জন্যে enable করে দেন তাহলে আপনি যতবারই mx player এ ঢুকবেন ততবারই mx player ঐ same Orientation এ open হবে। for example : landscape mode এ।

? start on boot এর মাধ্যমে আপনি যতবারই ফোন Reboot/Restart দিবেন ততবারই automatic app নিজে নিজেই on হয়ে যাবে। চাইলে এটাকে off/on করে রাখতে পারবেন।

এছাড়াও এখানে বিভিন্ন ধরনের themes সহ আছে নানা ধরনের ফিচার। আপনার যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন।

আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো পোস্টে। আর হ্যাঁ, কোথাও শেয়ার করার আগে আমাকে জানাবেন নয়তোবা At least Credit দিবেন – 4HS4N এর।

আমার Permission ছাড়া কোথাও পোস্ট করলে তার বিরুদ্ধে একশন নিতে বাধ্য থাকবো।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে নতুন কোনো ট্রিক শেয়ারের সময়।
Stay With TrickBD
THIS IS 4HS4N
LOGGING OUT….

2 thoughts on "আপনার ফোনকে বা নির্দিষ্ট কোনো App কে ইচ্ছামতো যেভাবে ইচ্ছা Rotate করান!"

    1. 4HS4N Author Post Creator says:
      welcome

Leave a Reply