Root ইউজার দের জন্য সব থেকে ভাল screen recorder অ্যাপ Scr pro.এর থেকে ভাল স্ক্রিন রেকর্ডার রুট ইউজারদের জন্য নেই।আর আজকেই আপডেট হয়েছে scr pro এতে পাচ্ছেন অনেক বেশি ফিচার।

latest+pro+cracked version!!! (last update 12April 2016)

এটি পেইড ভার্সন, আপনাকে $৪.৯০ খরচ করা লাগবে আপনি যদি প্লে স্টোর এ ডাউনলোড করতে চান।ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন।

App name:SCR screen recorder pro(update version)
Size:5mb


আগেই বলে দি রুট থাকা লাগবে।

তাই আগে ফোন রুট করে নিন নিচের অ্যাপ টা ডাউনলোড করুন খুব সহজে ফোন রুট হয়ে যাবে কোন ঝুঁকি ছাড়াই।জাস্ট ডাউনলোড করে নেট কানেকশন দিয়ে রুট এ ক্লিক করবেন ১মিনিটের মধ্যে রুট হয়ে যাবে।

Download i-root(latest version)= click here

এর থেকে কোন ভাল স্ক্রিন র্রেকডার আছে বলে আমার জানা নাই।প্লে স্টো এ অনেক স্ক্রিন র্রেকডার আছে কিন্তু তার বেশী ভাগ অচল।আপনি এই র্রেকডার টা ব্যাবহার করে দেখেন ১০০০০% ভাল লাগবে।

Scr নিয়ে বিস্তারিত আলোচনাঃ

•high quality video & audio record :আপনি সম্পূর্ণ হাই কোয়ালিটি তে রেকর্ড করতে পারবেন।

• face Cam – আপনার নিজের ভিডিও ও করতে পারবেন।

• Ads: অন্যান্য screen recorder এর মতো এই রেকর্ডার স্ক্রিনে কোন এড দেয় না সম্পূর্ণ এড ফ্রি।

• setting :সেটিং থেকে আপনি scr কে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন।এটি সম্পূর্ণ কাস্টমাইজ সমর্থন করে।

• Screen resolution:আপনি আপনার ইচ্ছা মতো রেজুলেশন দিতে পারবেন যেমন ৮২০*৪০০,১২০০*৮০০ আরো অনেক।

• Voice recorder:আপনি কতো mhz এ রেকর্ড করতে চান তা সেট করতে পারবেন।

কিভাবে রেকর্ড করবেনঃ
Scr এ ক্লিক করলে বাম দিকে একটা আইকন দেখতে পাবেন ওখানে ক্লিক করলে শুরু হয়ে যাবে আর থামানোর জন্য ২সেকেন্ড এর জন্য স্ক্রিন টা অফ করবেন।

এতো কিছু পাচ্ছেন এই রেকর্ডারে।একদম হাই কোয়ালিটি ভিডিও রেকর্ড করে এই অ্যাপ টি।

N.B আগে আপনাকে আগের ভার্সন টা আনইন্সটল করতে হবে।অথবা এটা ইন্সটল হবে না।

ধুমাইয়া ডাউনলোড করেন।

 Download link: click here

সবাই ভাল থাকেন।

5 thoughts on "scr pro বেষ্ট স্ক্রিন রেকর্ডার রুট ইউজারদের জন্য,এর থেকে ভাল স্ক্রিন রেকর্ডার রুট ইউজার দের জন্য নেই(last update 12apr 2016)"

  1. Asif Khan Joy Contributor says:
    প্লেই স্টোরে নাই আপটেড হইলো কেমনে :O
  2. sayed hasan Contributor Post Creator says:
    Root app এর জন্য মনে হয় ban করা হয়েছে ব্রো
  3. Eshan Author says:
    এই এ্যাপ দিয়ে রুট করার পর কি ফোন আবার আনরুট করতে পারব?
    1. sayed hasan Contributor Post Creator says:
      হ্যাঁ অবশ্যয় পারবেন

Leave a Reply