True caller: এই ছোট্ট অ্যাপস টি পাবেন
গুগল প্লে স্টোরে। এটি আপনার ফোনে
ইন্সটল করে নিন। তারপর কোন অচেনা
নম্বর থেকে ফোন এলেই, স্রেফ জাদুর মত
আপনার ফোনে ভেসে উঠবে কলদাতার
নাম। তবে হ্যাঁ, শর্ত প্রযোজ্য। সেই
নম্বরটি যদি তার নামে রেজিস্ট্রেশন করা
থাকে, তবেই আপনি এই সুবিধাটা পাবেন।
আর সেই লোক যদি ফেসবুকে এই নম্বরটি
ব্যবহার করে থাকেন, তাহলে তো দেখতে
পাবেন তার ছবি সহই! দেখে নিন তো,
পরিচিত কেউই আপনার সাথে এই
বিরক্তিকর আচরণটি করছে কিনা! বাড়তি
পাওনা হিসেবে বিনেপয়সায় আপনি এই
কলদাতাকে ব্লক করে রাখতে পারবেন।
বিরক্তিকর নম্বরটিকে কিন্তু আপনি
ট্র্যাক করতে পারেন ফেসবুকের মাধ্যমেও।
ফেসবুকের সার্চ অপশনে গিয়ে ফোন
নম্বরটি টাইপ করুন। সে ব্যক্তি যদি এই
ফোন নম্বরটি তার একাউন্টে ব্যবহার করে
(করার সম্ভাবনা খুব বেশী), তাহলে তাকে
সহজেই খুঁজে পাওয়া সম্ভব। (Other Way
Facebook Forgot password দিয়ে তার
নাম এবং প্রোফাইল পিকচার বের করতে
পারেন ।) LINE whoscall: অনেকটা
ট্রুকলারের মতই এটিও অচেনা ফোনদাতার
রেজিস্টার্ড নাম ও অন্যান তথ্য ও তার
মোবাইলে লোকেশন অন থাকলে তার
ঠিকানা অব্দি দেখিয়ে দেবে আপনাকে।
Mobile Number Locator: অচেনা নম্বর
থেকে ফোনদাতার রেজিস্টার্ড নাম জানবে
এই অ্যাপটি। অ্যাপটির অন্যতম সুবিধা
হচ্ছে, এটি ইন্টারনেট কানেকশন ছাড়াই
চলাকালীনই কলারের ও প্রাপকের
বিস্তারিত জানিয়ে দেয় এই অ্যাপ। গুগল
ম্যাপের সাহায্যে এই অ্যাপ কলারের
লোকেশনও দেখিয়ে দেবে। তাহলে আর দেরী
কেন, মুখোশ খুলে নিন বিরক্তিকর ফোন
বা মিসকলদাতার। My Facebook
One thought on "অপরিচিত নাম্বার থেকে কল বা মিসকল আসলে তাকে চিনার উপায়"