প্রথমেই সবাইকে আমার সালাম ।
আসসালামু আলাইকুম ।
আজকে আমি আপনাদের কোনো রকম Third Party অ্যাপ ছারাই অ্যাপ Lock করার একটা ট্রিক্স দেখাবো।
যাকে Build App Lock ও বলা জাই।।
তো চলুন শুরু করা যাক,,
এর জন্য একটি অ্যাপ এর প্রয়োজন হবে,,
App Cloner,
এই অ্যাপ নিয়ে আমি আগেও একটা পোষ্ট করছি,, আমার প্রোফাইল থেকে দেখে নিতে পারেন।।
Download করে নিন Local Download Link
?এবার install করে,, ওপেন করুন,,
?এবার যেই অ্যাপটা Edit করবেন (Lite) সিলেক্ট করুন
?এবার নিছে স্ক্রল করে Privacy Option এ ক্লিক করুন।।
?এবার Password-Protect app এ ক্লিক করুন,,
?এবার এখানে পাসওয়ার্ড টাইপ করুন,
তারপর OK তে ক্লিক করুন।।
?এবার ব্যাক এসে “✅” এখানে ক্লিক করুন,,
?এবার OK ক্লিক করুন,,
?এবার ইন্সটল করে নিন,,
??ব্যাস কাজ সেস,, এবার ওপেন করে দেখুন,,
এবার প্রতিবার ওপেন করলেই আপনার কাছে পাসওয়ার্ড চাইবে,,
আর এটা Force Stop অথবা Safe Mode এ গেলেও অ্যাপ ওপেন করতে পারবে না, কারন এটা App build Password,,
বুজতে অসুবিধা হলে কমেন্ট করুন,,
কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,,
এখানে Third Party অ্যাপ বলতে, জেইসব Lock করার অ্যাপ আছে, তাকেই বুজানো হয়েছে,,
এটা দিয়ে Edit করার পর আপনার আর এই অ্যাপ প্রয়োজন নেই, আনইন্সটল করে দিতে পারেন।।
ধন্যবাদ
আর আপনি যদি এসব ক্ষেত্রে Advance user না হন,, তাহলে Phone er অ্যাপ Modify না করাই ভালো,,
ধন্যবাদ
Ha ha ha…
Ai post amar profilei ase bro…
ami search korcilam,,
but painai,,
tai korlam.
https://trickbd.com/android-tips/351727
তাই করা হল,,
ধন্যবাদ