হ্যালো
বন্দুরা সবাই কেমন আছেন আসা করি সবাই ভালই আছেন কারণ ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালই থাকে
আপনারা হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন।আজকে কী নিয়ে আলোচনা করব।
তো আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ট্রিক। এই ট্রিকসের ধারা সবাই আপনাদের ফটোর background change করতে পারবেন।
খুবই ইজি ভাবে য়দি এই পোষ্টটা ফলো করেন।আর কিছু না বলে কাজে য়াই।
ফাস্টে আপনাদের picart app টি লাগবে আমি মনে করি এটা সবার ফোনে থাকে। আর য়দি না থাকে তাহলে এই লিংক থেকে download করেন।
এরপর নিচের screensort ভালো করে ফলো করবেন তাহলে বুঝতে সমস্যা হবে না।
প্রথমে ইডিট ফটো তে য়ান।
এর পর এখান থেকে আপনার পছন্দের ফটো সিলেক্ট করুন।
তার পরে এই tool এ click করেন।
এখন free crop
এখন এখানে কি করবেন দেখেন আমি ss+ দেখিয়েছি লাল দাগটা দিয়ে আপনার ফটোটা ভালো করে রঙ্গিন করেন। এ দাগ টা দিয়ে য়েখানে রঙ্গিন করবেন ওইখান থাকবে।
দেখুন ঠিক আমার মতো করবেন।আপনার ফটো টা শুধু রঙ্গিন করবেন।
এর পর উপরের ডানের দিকে click করে সেব করুন।
দেখুন চেন্জ হয়ে গেল তো পেছনে কালো রংটা চেন্জ করে নিতে হলে এই নিচের দেখানো জায়গা তে click করুন।
এর পর এইটা আসবে আপনি য়েকোনো রং দিতে পারেন।
দেখুন আমি নিল টা দিলাম আপনি য়েকোনো রং দিতে পারেন।
এরপর ডানের দিকে দেখুন এইটাতে click করে দিন।
দেখুন হয়ে গেল চেন্জ এখন গেলাড়িতে save করতে ডান পাসের এইটাতে click করেন।
এখন য়েকোনো জায়গায় share করতে পারবেন
তো য়দি কিছু না বুঝে থাকেন তাহলে নিচে কমেন্টে বলবেন।আর ট্রিকবিডির সাথে থাকবেন তাহলে নতুন কিছু শিখতে পারবেন।
আজ এই পয়ন্ত।
দেখা হবে নতুন কিছু নিয়ে।
টাইটেল ঠিক করেন।