● আস্সালামু আলাইকুম।
● আশা করি সবাই ভালো আছেন।
••INFO
×× আজ একটা অসাধারণ এন্ড্রয়েড feature নিয়ে আলোচনা করব।
×× এটা আসলে সকলের মোবাইলেও আছে। কিন্তু (দুর্ঘটনাবসত ?) কেউ খেয়াল করে দেখেই না। তাই আমি দেখাতে চলে এলাম।
×× আমরা সবাই নানান লিখা পড়ে শুনার জন্য বিভিন্ন এপ্লিকেশন ব্যবহার করি। কিন্তু তার আর প্রয়োজন হবে না।
×× তাছাড়া যেকোনো জায়গায় এটা ব্যবহার করে শুনা যাবে। তার জন্য অনেকটা ‘chat head’ এর মত একটা আইকন সবসময় screen এ থাকে। শুধু ওইটা ক্লিক করে একটু আঙ্গুল দিয়ে কোন লিখার উপর drag করলেই হয়।
×× বাংলা সহ প্রায়ই ভাষা সাপোর্ট করে। আপনি অবশ্যই বাংলাটা select করে রাখবেন, এতে ইংরেজি আর বাংলা একসাথে শুনতে পারবেন।
×× আপনার মোবাইলে setting>Accessibility তে “select to speak” option না থাকে, তবে পোস্টটি আপনার জন্য নয়।
••DEMO
×× এটা Active করলে আপনি YouTube এ ভিডিও দেখার সময় কিছু feature অনুভব করতে পারবেন,, যেমন–
×× নিচে থেকে ইন্সটল এর পদ্ধতিটা দেখে নিন। …
[NB: screenshot বেশি হওয়ার কারণে ওগুলো একটু ছোট করে একটার সাথে আরেকটা লাগিয়েছি। আপনারা একটু দেখেশুনে ওগুলো follow করবেন। বুঝার সুবিধার্থে সাথে নাম্বার ও দিয়েছি।]
••TUTORIAL
×× প্রথমে PlayStore থেকে Google TalkBack এবং Text-to-Speech install/update করে নিন। (সবুজ লিখাতে ক্লিক করুন, অথবা Search দিন, পেয়ে যাবেন)
×× তারপর Setting>Accessibility> তে যান এবং “Select to Speak” এ ক্লিক করেন। তারপর ওইটা on করে দিন।
×× এরপর আবার Accessibility তে এসে “TalkBack” এ ক্লিক করুন। কিন্তু এটা on করবেন না, ওখানে করনারে “Setting” এ ক্লিক করুন। (on বাটনের উপর setting আছে)
×× এখন “text to speech settings” এ ক্লিক করুন এবং ‘google text to speech’ লিখার পাশে “⚙(setting)” বাটনে ক্লিক করুন Language এ Bengali সিলেক্ট করবেন। ‘install voice data’>> তে “Bangladesh (Bengali)” ফাইলটা ডাউনলোড করবেন।
×× ব্যস,, কাজ শেষ।।।
দাড়ান!! একটু…
×× শুনেন কপি-পেস্ট করবেন না।
×× যদি কপি করেন, তবে Credit দিবেন।
●সব ভাইকে ধান্যবাদ ?.
© ādilxvr (Adil)
মন্তব্য করার জন্য ধন্যবাদ।