Android App Development: EP-01


স্বাগতম সবাইকে

এ্যান্ড্রয়েড এ্যাপ ডেভেলপমেন্ট সিরিজের এটি প্রথম পোস্ট।

সিরিজের সকল পোস্ট –

ভুমিকা –  [Android App Development: EP-0] ভুমিকা ও শুরুর কথা 

প্রথম পোস্ট – [Android App Development: EP-01] Android Studio ইন্সটল ও সেটাপ করা 

দ্বিতীয় পোস্ট- [Android App Development: EP-02] Android Studio তে নতুন প্রজেক্ট তৈরি করা

তৃতীয় পোস্ট – [Android App Development: EP-03] Emulator সেটাপ করা এবং App রান করানো

এ পর্বে আমরা শিখব Android Studio ইন্সটল এবং সেটাপ করা। তো চলুন শুরু করা যাক।

ইন্সটলের আগে কিছু কথা বলে রাখা দরকার। Android Studio এর জন্য আলাদা করে কোনো ধরণের জাভা ডেভেলপেমেন্ট কিট(Java Development Kit – JDK) ইন্সটলের প্রয়োজন নাই।  Android Studio 2.2 ভার্সনের পর থেকে সবগুলো ভার্সনেই বিল্ট ইন OpenJDK ইন্সটল করাই থাকে। Eclipse বা Netbeans এর জন্য JDK প্রয়োজন; Android Studio এর জন্য নয়।

এটির জন্য নিচের লিংকে থাকা পোস্টটি ফলো করতে পারেন – Do I need Java JDK for using Android Studio? – StackOverflow   এবং দেখতে পারেন গুগলের অফিসিয়াল ডকুমেন্টেশন – https://developer.android.com/studio/intro/studio-config.html

 

তো আমরা জাভা ইন্সটলের মাঝে আর যাচ্ছি না। সরাসরি Android Studio Setup এ চলে যাই।

কি কি লাগবেঃ

  • ৩-৪ জিবি ইন্টারনেট কিংবা Wifi
  • সময়
  • ধৈর্য্য

 

ডিভাইস স্পেকঃ

  • র‍্যাম ৪ জিবি মিনিমাম, ৮ হলে ভাল হয়।
  • অপারেটিং উইন্ডোজ ৭/৮/১০ , ম্যাক OS X 10.10 বা তার বেশি।
  • ২ জিবি ডিস্ক স্পেস মিনিমাম, ৪ জিবি হলে ভাল।
  • স্কিন সাইজ ১২৮০*৮০০ বা তার বেশি হলে ভাল।

এটা হল অফিসিয়াল রিকুয়েরমেন্ট। এর বাইরে আমি বলব যদি আপনার পিসিতে SSD লাগানো থাকে তো সেটা আরও ভাল। আমার ড্রাইভ 2 TB HDD , আমি আরও 240GB SSD লাগায়া নিসি।

 

ডাউনলোডঃ

Studio ডাউনলোড করতে লিংকে ক্লিক করুন – https://developer.android.com/studio

এখানে গেলে এমন একটা পেজ পাবেন।

ডাউনলোড অপশন্স এ ক্লিক করুন। এখান থেকে আপনার অপারেটিং সিস্টেম এবং ৩২/৬৪ বিট অনুযায়ী ফাইলের নামে ক্লিক করুন।

নিচের মত একটা টার্মসের পেজ আসবে। টিক মার্কে ক্লিক করে ডাউনলোড স্টার্ট করে দিন।

ডাউনলোড করতে সময় লাগবে। অপেক্ষা করুন। ডাউনলোড শেষ হলে ইন্সটলের পালা।

 

Install করাঃ সেটাপ প্রসেস আর দশটা সফটওয়্যারের মতই সহজ। নিচে আমি শট দিয়ে দিচ্ছি। আমার স্টুডিও ইন্সটল করা অনেক আগে। আনইন্সটল করে আবার দেখানো অনেক লং প্রসেস হয়ে যায়। তাই শট গুলো অন্য এক জায়গা থেকে সংগ্রহ করতে হয়েছে। আপনাদের ইন্সটলের এবং শটের ইন্সটলে কিছুটা ভিন্নতা পেতে পারেন, কিন্তু মূল জিনিসটা একই।

Follow the Screen Shots-

নিচে যতগুলো অপশন থাকবে সব গুলোতেই টিক দিবেন

আপনার পছন্দ মত ইন্সটলের লোকেশন দিন। ডিফল্ট সি তেই থাকে।

হয়ে গেল ইন্সটল। বুঝতে সমস্যা হলে জানাবেন। এবার সেটাপের দিকে আসা যাক।

 

Setup করাঃ সেটাপ করতে নিচের শট গুলো ফলো করুন। স্টুডিও রান করুন। প্রথমবার রান করলে নিচের মত সেটাপ পেজ আসবে। Do not Import এ সিলেক্ট করে Ok চাপুন।

অটোমেটিক SDK ( Software Development Kit) সহ আরও যা যা লাগবে তার লিস্ট খুজে নেবে।

নেক্সট করতে থাকুন।

IntelliJ আর Dracula হল দুইটা থিম। এখানে আপনার ইচ্ছামত আপনি সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু রাতে বেশি কাজ করি অনেকক্ষণ তো ড্রাকুলা থিমে আমার জন্য সুবিধা হয়, চোখে আলো কম লাগে। আপনার  যেটা খুশি আপনি নিতে পারেন। কালার চেঞ্জ ছাড়া অন্য কোনো চেঞ্জ নাই।

অটোমেটিক Emulator, SDK tools সহ যা যা লাগে ডাউনলোড করে নেবে। সাইজ ১ জিবি এর উপরে থাকে।

হয়ে গেল সেটাপ।

 

আজকের পোস্ট এই পর্যন্তই। আগামী পোস্টে প্রজেক্ট তৈরি করা এবং রান করা এর বিষয় গুলো আলোচনা করব। চেষ্টা করব কাল/পরশুর মাঝেই পোস্ট করতে।

ভাল থাকবেন। সুস্থ থাকবেন। সমস্যা হলে জানাবেন।

K M Rejowan Ahmmed

ahmmedrejowan@gmail.com

Facebook Profile

23 thoughts on "[Android App Development: EP-01] Android Studio ইন্সটল ও সেটাপ করা"

  1. Avatar photo Rejuan Hosain Contributor says:
    ধন্যবাদ, শুরু করার জন্য, শেষ করবেন আশা করি।
    1. Avatar photo K M Rejowan Ahmmed Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ। আপনারা সাপোর্ট দিলে অবশ্যই যতটুকু জানি তার সবটা শেয়ার করব। পাশে থাকবেন।
      – Rejowan
    1. Avatar photo K M Rejowan Ahmmed Author Post Creator says:
      ধন্যবাদ। সাথেই থাকবেন।
      – Rejowan
  2. Avatar photo Mustafizur Rohman Sumon Contributor says:
    ধন্যবাদ ভাইয়া আশাকরি,,সবগুলো সিরিজ দিবেন
  3. Avatar photo Usama✅ Author says:
    ধন্যবাদ.. ?
    1. Avatar photo K M Rejowan Ahmmed Author Post Creator says:
      Most Welcome ❤
      – Rejowan
  4. Avatar photo IMDAD SHUVRO Author says:
    সেটাপ প্রসেস টা কি অফলাইনে কোনোভাবে সম্ভব? ?
    1. Avatar photo K M Rejowan Ahmmed Author Post Creator says:
      অফলাইনে পুরোটা সম্ভব না। Gradle, Maven, Sdk bundle এই কয়টা অফলাইনে ইন্সটল দেয়া পসিবল সরাসরি কিন্তু বাকিগুলো ভেতর থেকেই করতে হবে।
      – Rejowan
    1. Avatar photo K M Rejowan Ahmmed Author Post Creator says:
      Thank you very much
      – Rejowan
    1. Avatar photo K M Rejowan Ahmmed Author Post Creator says:
      Good Job. Next Post is coming soon. Keep in Touch.
      – Rejowan
  5. Avatar photo Mir Mohit Champ Author says:
    Khub sensitive bissoy…amr full setup korte 7-8din lagcilo…thokon kicuy buztam nah tay..???
    1. Avatar photo K M Rejowan Ahmmed Author Post Creator says:
      আসলেই অনেক সেন্সিটিভ। ভেতরে এখনো কাজ বাদ আছেই। ডিপেন্ডেন্সি, এমুলেটর ইমেজ এগুলো করা হয় নি এখনো। সব করতে একটা দিন চলেই যায়।

      মন্তব্যের জন্য ধন্যবাদ।
      – Rejowan

  6. Avatar photo Sharif Muktagasa Contributor says:
    Nice, আপনি কিভাবে শিখেছেন??
    1. Avatar photo K M Rejowan Ahmmed Author Post Creator says:
      আমি ইউটিউব, হার্ডকাভার বই, পিডিএফ বই ওই সব মিলিয়ে। আগে ওয়েব ডিজাইন করেছি তো আমার জন্য ইজিই হয়ে গেছে
    2. Avatar photo Sharif Muktagasa Contributor says:
      That’s good.
  7. Avatar photo Hasib106083 Contributor says:
    Thanks vaia…. please continue this course…want to learn from the basic to pro?…so that I can make some apps by myself..?
    1. Avatar photo K M Rejowan Ahmmed Author Post Creator says:
      চালিয়ে যাব। দোয়া রাখবেন।
      – Rejwan
    2. Avatar photo Hasib106083 Contributor says:
      Obossoi ??
    1. Avatar photo K M Rejowan Ahmmed Author Post Creator says:
      Thanks
      – Rejowan

Leave a Reply