যদিও Android মোবাইল থেকে IPhone এ Contact Transfer করা তেমন জটিল কোন বিষয় নয় তবে IPhone এর Security একটু বেশী তাই চলুন জেনে নেই চারটি Method.

ধরে নিন আপনি একটি নতুন IPhone কিনেছেন আর তার আগে Android চালাতেন। তাহলে অবশ্যই আপনার দরকার হবে Contact গুলো কারন কারো পক্ষে সম্ভব নয় শত খানা নাম্বার মুখস্থ রাখা। তবে কারো মেধা ভালো তাদের কথা আলাদা। 

তাই চলুন জেনে  নেই চারটি Method যা দিয়ে খুব সহজেই আপনার Android Device  এ থাকা সকল Contact IPhone এ Transfer করতে পারবেন। 

Step 1:-

 

প্রথম যে Method নিয়ে আলোচনা করবো তার জন্য আপনার দরকার হবে একটি Google একাউন্ট।

 

আপনি হয়তো জেনে থাকবেন যে Contact.Google.Com নামে একটি সার্ভিস রয়েছে গুগলের যেখানে আপনার Android মোবাইলে থাকা Contact গুলো সঞ্চয় থাকে। আমরা তার ব্যবহার করে কিভাবে Contact Transfer করা যায় তা দেখবো।

 

 

  • এর জন্য প্রথমে আপনার Android Settings এ প্রবেশ করতে হবে।
  • এবার আপনার Gmail একাউন্টে গিয়ে Synchronization চালু করতে হবে।
  • Synchronization হয়ে গেলে আপনার Android এর কাজ শেষ।
  • এবার আপনার I Phone এর Settings থেকে Mail,Contacts.Calender নির্বাচন করুন।
  • এবার আপনি যে Gmail ব্যবহার করে synchronization করেছেন তা যুক্ত করুন।
  • সবশেষে Mail সেটিংস এ গিয়ে Slider টি চালু করে দিন।

ব্যস হয়ে গেলো আপনার Android Contact Transfer আপনার আইফোনে তবে synchronization হতে কিছু সময় লাগতে পারে। যা নির্ভর করে আপনার নেট কানেকশন এর উপর।

 

Step 2:-

 

স্টেপ ১ যদি আপনার ভালো না লেগে থাকে তবে আপনি দেখে নিতে পারেন Step 2. কারন এই স্টেপটিতে আলোচনা করবো কিভাবে আপনার Contact Transfer করবেন Sim Import কিংবা Export করে।

 

 

  • আপনার Android এর Contact সেটিংস এ প্রবেশ করুন।
  • Contact Import/Export থেকে Export Sim Card নির্বাচন করুন।
  • এবার Sim Card আপনার Iphone টিতে যুক্ত করুন।
  • Iphone এর Settings – > Mail, Contacts, Calenders এ প্রবেশ করুন।
  • Contact এ প্রবেশ করলে Import Sim Contacts পাবেন ক্লিক করে দিন।
  • এবার আপনার সকল Contact আপনার Iphone এ যুক্ত হয়ে যাবে।

 

Step 3:-

 

আগের স্টেপ গুলোতে কোন প্রকার Third Part Tools ব্যবহার না করে কিভাবে Tansfer করা যায় তা উল্লেখ করেছি তবে আপনি চাইলে Move To IOS নামের APP টি ব্যবহার করতে পারেন। যা আপনাকে Contact Switch করতে সাহায্য করবে।

 

তাহলে সবার আগে ডাউনলোড করে নিন আপনার প্রয়োজনীয় টুলস টি Play Store থেকে।

 

 

 

আপনি Move To iOS ব্যবহার করে শুধু Contact নয় Transfer করতে পারবেন contacts, textual content messages, footage, movies, calendars, email accounts, website online bookmarks ছাড়াও অন্য সব।

 

তবে এই App টি Wifi Connection ব্যবহার করবে সকল কিছু Import করার জন্য। তাই ডাউনলোড এবং Install হয়ে গেলে Migrate Your Data নির্বাচন করুন। আপনাকে একটি Private Wifi Network তৈরী করতে হবে যা সার্চ করবে Nearby Android Device. সবশেষে আপনার কাছে চাইবে Security Code  আর তা সঠিকভাবে দিতে সক্ষম হলেই আরম্ভ হয়ে যাবে আপনার ডাটা Import করা। 

 

Step 4:-

 

স্টেপ ৩ তো গেলো Android Third Party APP নিয়ে এবার চলুন উইন্ডোজ থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে কাজটি কিভাবে করবেন তা জেনে নেই।

 আপনার জন্য দরকার হবে একটি সফটওয়্যার Syncios Mobile Data Transfer যার মূল্য ২৯ ডলার কিন্তু আপনি তা ফ্রিতে Trial দিতে পারবেন তাই ক্রয় করার তেমন প্রয়োজনীয়তা নেই।

Download Link

 ডাউনলোড হয়ে গেলে install করে ফেলুন এবং সফটওয়্যার টিতে প্রবেশ করুন।

 এবার আপনার Android এবং iPhone মোবাইল পিসিতে Connect করুন। যদি দুটো ডিভাইস কানেক্ট না করেন তবে কাজ হবে না।

এবার আপনার যা দরকার তা নির্বাচন করুন যেমন Contact হলে তা নির্বাচন করুন এবং next বাটনে Click করুন।

এবার অপেক্ষা করতে থাকুন সম্পূর্ণ Process টি শেষ না হওয়া পর্যন্ত। কাজ শেষ হলে আপনার iPhone এবং Android Device Restart করুন দেখবেন আপনার সকল Contact iPhone মোবাইলে চলে এসেছে।

 

 

তাহলে এই ছিলো আমার চারটি মেথড যা দিয়ে আপনি আপনার Android মোবাইলে থাকা Contact iPhone মোবাইলে Switch করতে পারবেন। তাহলে যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না কিন্তু।

 

তাহলে এই আর্টিকেল থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে তবে আপনি চাইলে ঘুরে দেখতে পারেন আমার সাইট নতুন কিছু জানতে নিচে লিংক।

 

 

সৌজন্যেঃ সাইবার প্রিন্স

3 thoughts on "Android এ Save করা Contact iPhone মোবাইলে Transfer করার পদ্ধতি"

  1. Gangster Contributor says:
    ফেসবুক ফিশিং সাইট তৈরি করা নিয়ে পোস্ট চাই।
    1. @Gangster ভাইজান ফেসবুক ফিশিং সাইট নিয়ে অনেক গুলো পোষ্ট ট্রিকবিডিতে রয়েছে এছাড়াও আপনি চাইলে নিচের দুইটি টপিক পড়ুন ভালো লাগবে ।

      https://trickbd.com/hacking-tutorials/509945
      https://trickbd.com/hacking-tutorials/508724

      আরো কিছু জানতে চাইলে
      https://trickbd.com/hacking-tutorials/576809
      https://trickbd.com/hacking-tutorials/471827

Leave a Reply