আমরা যখন ফেসবুক অথবা ইউটিউবে ভিডিও দেখি, তখন ভিডিওতে ব্যাবহার করা অনেক মিউজিক আমাদের ভালো লেগে যায় । তখন ঐ মিউজিকটা ডাউলোড করে আমরা শুনতে চাই অথবা যারা ইউটিউবে আমার মতো ভিডিও বানিয়ে থাকেন তাদের ভিডিওতেও ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাবহার করতে চান ।

কিন্তু দুঃখের ব্যাপার হলো ঐসব মিউজিক আমরা বেশিরভাগ সময়ই বের করতে পারিনা । কেমন হতো যদি কেউ আমাদের হয়ে মিউজিক বের করে দিতো?

হ্যাঁ, সেজন্যই আছে আমাদের এপেল কম্পানির Shazam এপ । এপটা সম্পর্কে অনেকেই হয়তো জানেন যেহেতু ট্রিকবিডিতে সব টেক লাভার থাকেন । কিন্তু অনেকেই আছেন যারা এই এপটা সম্পর্কে জানেন না অথবা পারফেক্টলি ব্যাবহার করতে পারেন না তাদের জন্যই আজকের এই পোস্ট । বিশেষ করে ইউটিউবার যারা আছেন তাদের এই এপটা আজীবন ইউজ করা লাগবে আমার মতো ?

তাছাড়া, যারা মিউজিক নিয়ে কাজ করেন তাদের জন্যও অনেক কাজের হবে এই এপটা কারণ এটাতে আপনারা মিউজিকের পাশাপাশি ঐটার লিরিক্সও পেয়ে যাবেন যা আপনাকে ঐ মিউজিকটি প্র্যাকটিস করতে হেল্প করবে ।

 

কিভাবে মোবাইল থেকে Shazam এপ ডাউনলোড করবেন ও পারফেক্টলি ইউজ করবেন ?

(বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও দেখে নিতে পারেন)

প্রথমেই চলে যান প্লেস্টোরে এবং Shazam লিখে সার্চ দিন । তারপর Shazam এপটি ডাউনলোড করে নিন ।

তো এই এপটা নিয়ে অনেকেরই ভুল ধারনা আছে , অনেকেই মনে করেন যে এই এপটা দিয়ে মিউজিক বের করতে দুইটা মোবাইল লাগে । না এই ধারণা একদমই ভুল । Pop Up Shazam ফিচারের মাধ্যমে আপনি একটা মোবাইল দিয়েই মিউজিক বের করে নিতে পারবেন ।

প্রথমেই আপনারা চলে যান Shazam এর Library তে

তারপর চলে যান Settings এ

তারপর আপনারা এখানে Pop Up Shazam নামে একটা অপশন পাবেন । ঐটা অন করে দিন ।

তো এটা অন করার পর আপনারা আপনাদের মোবাইলের নোটিফিকেশন বারে Pop Up Shazam এর নোটিফিকেশন দেখতে পারবেন । ঐটায় ক্লিক করুন ।

তো ঐটাতে ক্লিক করলে আপনারা এইরকম একটা অপশন পেয়ে যাবেন, এখন আপনি যেই মিউজিকটা বের করতে চান ঐখানে গিয়ে ঐ অপশনটায় ট্যাপ করলে লিরিক্সসহ মিউজিকের অফিশিয়াল ইউটিউব ভিডিও আপনারা পেয়ে যাবেন ।

তো আমি এই মিউজিকটা বের করে নিলাম এখন Videoder এপ দিয়ে ডাউনলোড করে নিবো ।

মিউজিকের নামের উপর ক্লিক করলেই নামটা কপি হয়ে যাবে, তো ঐ নামটা লিখে সার্চ ইউটিউব এপে সার্চ দিলেই আপনারা ভিডিও পেয়ে যাবেন । তারপর ভিডিও এর শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওডার এপ দিয়ে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

 

Videoder এপ ডাউনলোড করুন [ এখান থেকে ]

 

আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেনঃ

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★আজীবনের জন্য নেটফ্লিক্স প্রিমিয়ামের বিকল্প এপ একদম ফ্রীতে নিয়ে নিন | Android iOS এবং Windows সব প্লাটফর্মের জন্য

★★ ফেসবুক পেজের About অপশনে ছবি দিন । Add image in Facebook Page About Section

★★নিয়ে নিন মোবাইল দিয়ে অডিও,ভিডিও ডাউনলোড করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সেরা Videoder এপের প্রিমিয়াম ভার্সন! ?

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★ Shutterstock থেকে ফ্রিতে ছবি ডাউনলোড করুন । কোন প্রকার Watermark ছাড়াই!

★★Shutterstock থেকে ফ্রিতে ভিডিও ডাউনলোড করুন । কোন প্রকার Watermark ছাড়াই!

 

10 thoughts on "যেকোনো ভিডিও থেকে মিউজিকের নাম বের করে নিন । এবার আর কাউকে মিউজিকের নাম জিজ্ঞেস করতে হবেনা!"

  1. Sk Rakibul Islam Contributor says:
    Already been posted about it…
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      Post link?
  2. Rs Abubokor Contributor says:
    Already has posted about it…
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      Post link?
    2. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      হুম ঐটাতে শুধু এপটা শেয়ার করছে আমি আরো ডিটেইলস + ভিডিওসহ শেয়ার করেছি।
      ঐটা একবছর পুরনো পোস্ট এখন অনেকে জানতে পারবে
  3. Abid Hasan Lingcon Contributor says:
    ভাই এই কাজ এখন গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়েও করা যায়। অযথা third-party অ্যাপস ইন্সটল করার দরকার কি।
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      হুম গুগল এসিস্ট্যান্ট দিয়ে কাজ করে নিতে পারলে ভালো তবে আমার গুগল ডিজেবল করা কারণ হুম বাটনে ভুলে ক্লিক পড়লেই এসিস্ট্যান্ট হাজির হয়ে যায় । তাই এখনো Shazam ই ইউজ করা হয় ।
  4. Nishat Roni Contributor says:
    Vai, videoder a I’d login
    Hoy na Kno????
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      ফেসবুকে Screenshot পাঠান

Leave a Reply