IMEI এর পূর্নরুপ International Mobile
Station Equipment Identity ।
IMEI যেমন একটি সিমের জন্য
গুরুত্বপূর্ন ঠিক তেমনি একটি
ফোনের জন্য। আসুন কেন তা জেনে
নেই।
*** ধরুন আপনার ফোনের IMEI
কোনো কারনে Delete বা Crash
হইছে। আপনি কিছু করতে পারছেন
না।নেটওয়ার্ক আসছে না।
আপনি অনেক কষ্টে অন্য Identity’r
একটা IMEI চেন্জ করে আপনার
ফোনে লাগালেন। বেশ ঠিক হয়ে
গেল।
কিছুদিন চালানোর পর ফোন চুরি
হয়ে গেল। তখন পুলিশ IMEI নম্বর
চাইলে বা আপনি ট্রাক করতে
চাইলে, ভুলেও চেন্জ করা IMEI
নম্বর দিবেন না। এতে ধরা খাবেন
আপনি নিজেই।
আমেরিকাসহ সহ বেশকিছু দেশে
IMEI চেন্জ করা দন্ডনীয় অপরাধ।
তাছাড়াও পুরাতন IMEI ও তো
কোনো কাজেই লাগবে না। এখন

—-?
*** আবার ধরুন কাস্টম রম দিলেন
ফোনে কিন্তু নেটওয়ার্ক আসছে
না। বুঝে গেলেন IMEI ব্যাকআপ
দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু
দেননি। মস্ত বড় ভুল।
ফোনের ব্যাকআপ ও নেই। এখন
একমাত্র উপায় ফোন ফ্লাশ।
*** অনেকে শুধু হাল্কা কিছু কাজ
করার জন্য রুট করেন। অত গভীরে
ভয়ে যেতে চাননা। তারা বেশি
বিপদে আছেন। কারন হুট করেই
অনেকের ফোনে Invalid Imei দেখা
যায়। ছুটতে হয় কাস্টমার কেয়ারে।
এসব সমস্যা হওয়ার আগেই
আপনাদের উচিত IMEI ব্যাকআপ
নেওয়া।
আমি আজকে খুব কমন টিপসই দেব।
যারা জানেন তারাও দেখুন।
যেভাবে মোবাইল দিয়ে ব্যাকআপ
নিবেন –
প্রথমে
এখান থেকে ডাউনলোড করুন
এরপর ওপেন করুন।
রুট পারমিশন দিন।

IMEI ব্যাকআপ রিস্টোর এ যান।

Backup Imei to SDCArd & sdcard 2
দুইটাতেই ব্যাকআপ নিন।

এবার SDCard এ যান এবং
Imei.bak নামক ফাইলটি সংগ্রহ
করুন। এবং সংরক্ষন করুন।

আপনি চাইলে Google /
Dropbox /বা অন্য কোথায় ও এ আপলোড
দিয়ে রাখতে পারেন যেন I
থেকে ডিলিট হলে আবার নেট
থেকে ডাউনলোড করা যায়।
কিভাবে রিস্টোর করবেন?
Mobile Uncle Toolbox এ গিয়ে
Restore Backup from SDCARD দিয়ে
Reboot দিন।
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম

5 thoughts on "আপনার মোবাইলটি হারিয়ে যাওয়া,বা নষ্ট হওয়ার আগে আপনার ফোনের IMEI ব্যাকআপ রাখবেন? অবশ্যই রাখা উচিত।"

  1. arkoanik Contributor says:
    ভাই,,, ব্যাকআপ করতে গেলে “NO SUPPORT”লেখা আসে।। কি করবো ভাই???
  2. hossain Contributor Post Creator says:
    Root আছেতো
  3. hossain Contributor Post Creator says:
    ok
  4. Rabby Hasan Contributor says:
    copy paste from riadrox’s post.

Leave a Reply