আপনার Android মোবাইলের জন্য নিয়ে নিন
নতুন একটি ভয়েস চ্যাঞ্জার। আপনার অবশ্যই
ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা
করি ভালো। আমিও আপনাদের দোয়ায়
আল্লাহর রহমতে ভালোই আছি। টিউন করতে
আমার খুব ভালো লাগে। কিন্তু সময়ের
অভাবে নিয়মিত টিউন করা হয় না। আমি আবার এন্ড্রয়েড এপ খুব ভালোবাসি।
নতুন কুন এপ পেলেই ডাউনলোড করে ফেলি।
যায় হোক, আমি নেটে ভয়েস চ্যাঞ্জার
খুজছিলাম। অনেক ভয়েস চ্যাঞ্জার
ডাউনলোড করে ফেলেছি কিন্তু একটিও
ভালো লাগেনি। অবশেষে একটি আমার কাছে খুব ভালো লাগলো। তাই ভাবলাম
আপনাদের সাথে শেয়ার করি। নিচে এপটি
নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।এপটির
নাম My Voice changer। এই এপটি ছেলে কন্ঠ
থেকে মেয়ে কন্ঠএবং মেয়ে কন্ঠ থেকে

ছেলে কন্ঠে রুপান্তর করতে সাহায্য করবে। এটি একটি দারুণ বিনদন এপ। এটার সাহায্যে
আপনি আপনার বন্ধুদের সাথে দারুন মজা
করতে পারবেন। আপনিমোড করে রাখতে
পারবেন। যদি এমন মোড করে রাখেন যে যা
বলবেন তা মেয়ে কনঠে রুপান্তর হবে তবে
তাই হবে। অথবা ছেলে কন্ঠে দিয়ে রাখলে তাই হবে। এখানে অনেক মেয়ে কন্ঠ আছে। আপনি
চাইলে আপনার কন্ঠ রেকর্ড করে রাখতে
পারবেন আর পরে তা যে কুন সুন্দর মেয়ে
কন্ঠে রুপান্তর করতে পারবেন। আপনি কন্ঠ
দিতে পারবেন অনেকগুলো কন্ঠে যেমনঃ
টিনেজার, মদ্ধ বয়সি মহিলার কন্ঠে এবং বৃদ্ধার কন্ঠে। তাহলে বুঝতেই পেরেছেন এই
এপটি কেমন। আশা করি আপনাদের আর
বেশি কিছু বলতে হবে না। এপটির বৈশিষ্ঠঃ আপনি আপানার কন্ঠ পরিবর্তন করতে
পারবেন মেয়ে কন্ঠে।অনেকগুলো কন্ঠ
যেমনঃ টিনেজার মেয়ে, মদ্ধ বয়সি
মহিলার কন্ঠ এবং বৃদ্ধার কন্ঠ।তাতক্ষনিক
রেওর্ড করে তা আবার শুনতে পারবেন। এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে
শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি
প্রথম শেয়ারকরছি। কারো প্রয়োজন মনে
হলে ডাউনলোড করতে পারেন। Software Name: My Voice Changer.Apk প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন
সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে
পারেন।

Download: Click Here to Download

আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ
থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন
আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার
করার চেষ্টা করব।

আরো নতুন আফার পেতে চোখ রাঙ্গানো অসাধারন AmarRound.Com সাইটি ঘুরে আসেন ভাই।

2 thoughts on "আপনার Android মোবাইলের জন্য নিয়ে নিন নতুন একটি ভয়েস চ্যাঞ্জার। আপনার অবশ্যই ভালো লাগবে।"

  1. AT ashik Contributor says:
    প্লিজ রানা ভাই আমাকে টিউনার করেন।আমি অনেকগুলি নতুন পোষ্ট করেছি।।।এবং আশা করি এগুলি দরকারি পোষ্ট।এগুলো থেকে অনেক কিছু শিখার আছে।তাই প্লিজ রানা ভাই আমাকে টিউনার করে দেন।
    1. জামিল Author Post Creator says:
      Hmm

Leave a Reply