প্রথমে সকলকে আমার ও ট্রিকবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হাই ট্রিকবিডির বন্ধুরা আপনারাকেমন আছেন? আশা করি ভাল আছেন,আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজ আমি যে পোস্টটি করেছি তা একটি Biometrics এর FaceLock App সম্পর্কে।

চলুন এখন শুরু করা যাক এই App টির বিস্তারিত আলোচনা এবং কিভাবে এই FaceLock টি Active করতে হয়।

বায়োমেট্রিক সনাক্তকারী FaceLock টি কিছু বিশেষ বৈশিষ্ট্য দ্বারা কোন ব্যাক্তিকে অদ্বিতীয় ভাবে সনাক্ত বা চিহ্নিত করে। বায়োমেট্রিক সনাক্তকারীদের সবসময় শারীরিক বৈশিষ্ট্য দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। শারীরিক বৈশিষ্ট্য শরীর এর গঠন এর সাথে
সম্পর্কিত। যেমনঃ মুখমন্ডল বা Face। মুখমন্ডল এর মাধ্যমে এই FaceLock App টি বানানো হয়েছে। এখন জানা যাক কিভাবে ফোনে FaceLock টি Active করতে হয়।

বিস্তারিত আলোচনা সহ এবং Screenshot এর মাধ্যমে সহজে বুঝিয়ে দেওয়া হয়েছ।

Step:→ 1
প্রথমে নিচ থেকে App টি Download করুন।
Click Here To FaceLock Download

Step:→ 2
App টি Download করার পর Install করুন। Install হয়ে গেলে Open করুন। না বুঝলে ত জানেন Screenshot আছে, চিন্তা করবেন না।

Step:→ 3
Open করার পর Train face recognition click করুন এবং OK দিন।


Step:→ 4
OK দেওয়ার পর নিচের Screenshot এর মত আসবে, তখন বিভিন্ন অবস্থান থেকে আপনার ৭ টি ছবি Add করুন। তারপর Done এ click করুন।

Step:→ 5
আপনার ছবি না বুঝলে বা রাত্রে বা অন্ধকারে FaceLock কাজ করবে না। তাই Password,Pin এবং Pattern lock দিতে হয়। NB: যে কোনো একটি ব্যবহার করতে হবে।
আপনাদের ইচ্ছা অনুযায়ী তিনটির মধ্যে একটি ব্যবহার করবেন। আমি আপনাদের সুবিধার জন্য তিনটি Lock Screenshot মাধ্যমে নিচে বুঝিয়ে দিয়েছি।
আপনার লক সেট করার জন্য Password,Pin & Pattern এ click করুন।

তারপর তিনটি থেকে একটি select করুন।

এখন
Password এরক্ষেত্রেঃ

আবার, Pin এর ক্ষেত্রেঃ

আবার, Pattern এর ক্ষেত্রেঃ


Step:→ 6
Password,Pin বা Pattern Set হয়ে গেলে Enable FaceLock এ click করে active করুন এবং OK দিন

Step:→ 7

FaceLock Active করার পর নিচের Screen Lock Active করুন এবং OK দিন।

Step:→ 8
আপনার গুরুত্বপূর্ণ App Lock করে রাখতে Locked Applications এ click করুন এবং আপনার Apps গুলো select করুন।


অনেকে হয়তো পোস্টটি পড়ে ভেবেছেন এতো ভেঙ্গে দেওয়া দরকার কি ছিল? আমি তাদের ক্ষেত্রে বলব যে এটি আমার App বিষয়ে প্রথম পোস্ট, তাই আমি আমার মন মত সহজ করার চেষ্টা করেছি।তাছাড়া আর কিছু নয়।

এই পোস্টটির মধ্যে যদি আমার কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন এবং Comment এর মাধ্যমে তা জানিয়ে দিবেন।

Apps এর বিষয়ে নতুন নতুন তথ্য পেতে আমাকে উৎসাহ দিতে ভুলবেন না কিন্তু।

Apps বিষয়ক আরও পোস্ট পেতে ট্রিকবিডিতে নিয়মিত ভিজিট করুন। সকলকে ধন্যবাদ

Leave a Reply