আসসালামু আলাইকুম ।
কেমন আছেন ?
আজ আপনাদের মাঝে এমন একটি এপস সেয়ার করব যেটি আপনি খুঁজছিলেন
আর সবচেয়ে সুখবর হল এটা চালাতে আপনার ফোন রুট হতে হবে ( আরে ফান করলাম )
আসলে আজকে যে এপস আমি সেয়ার করতে যাচ্ছি সেটার যে কাজ ,ঐগুলু করতে রুটের প্রয়োজন হয় কিন্তু আপনি এই এপসের দ্বারা রুট ছাড়াই কাজ করতে পারবেন ।
চলুন দেখে নেই কি কি করতে পারবেন

প্রথমেই যেটা বলব সেটা হলো যে, আপনারা অনেকে দেখে থাকবেন অনেকের ফোনের Notification bar এ নাম লিখা থাকে ।কিন্তু আমাদের প্রশ্ন সেটা কিভাবে করে এই নিয়ে অনেকের কাছে প্রশ্ন করেন তারা ভাব দেখিয়ে রিপ্লে দেয়না ।
অথবা অনেকেই ভাবেন যে এটা রুট ছাড়া সম্ভব না । আসলে ভাই সবই অনেক কিছু দারাই সম্ভব আপনাকে শুধু সেটা বুদ্ধি দিয়ে খুঁজতে হবে ।
সারমর্ম এটাই – আপনি এটা দিয়ে Notification bar এ আপনার নিজের নাম বা অন্য কিছুও লিখতে পারবে ।
কিভাবে লিখবেন সেটা এপস ডাউনলোড করলেই বুঝতে পারবেন ।
প্রথমে নিচের দেওয়া লিংক থেকে এপ্স টি ডাউনলোড করে

এখান থেক ডাউনলোড করুন

এরপর এপ্স টি ওপেন করুন
এরকম আসবে

উপরের ছবিটিতে লক্ষ্য করুন Enable Inoty নামে একটা Option আছে অই টাকে টিক চিহ্ন দিবে নিচের মতো,

উপরের পিক টিতে লক্ষ্য করুন আমার নোটিফিকেশন বার পরিবর্তম হয়ে গেছে।

তো আর কি পরিবর্তন করে ফেলুন আপনার মোবাইলের নোটিফিকেশন বার।

আজ এই পর্যন্ত পরের পোষ্টে দেখা হবে।

কোন সমস্য হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন আমি সমাধান দিবো।

ফেসবুকে আমি

সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন।

6 thoughts on "খুব সহজেই পরিবর্তন করুন নোটিফিকেশন বার (Non Root)"

  1. hasanjahid Contributor says:
    ভাই রুট ছাড়াও চলে
  2. Hassan Contributor says:
    Foul post…. Data connection er cinno show kore na..
  3. Md Anan Contributor says:
    vai apnar sim toh 2ta chilo…notification bar change korar por 1ta show korche..kno?
    1. Anikbiswas1 Contributor says:
      Bro aita iphone ar notification bar.iphone a 1ta sim taka.so aita tah 1ta sim show kortaca.

Leave a Reply