এন্ড্রোয়েডে লেখালেখি করতে গেলে আমাদের অনেকেরই ক্লান্ত লাগে। লাগাটাই স্বাভাবিক। এন্ড্রোয়েডের জন্য ভাল লেখার এপ খুব কমই আছে। লেখালেখি করার জন্য উল্লেখযোগ্য এপগুলোর মধ্যে গুগোল ডক, এমএস ওয়ার্ড, যোডো ইত্যাদি উল্লেখযোগ্য।

তবে এই এপগুলোর সমস্যা হল এগুলোতে নির্দিষ্ট ফর্মেটে কাজ করতে হয়। যেমন এমএস ওয়ার্ড দিয়ে শুধু ডক ফাইল তৈরী করা যায়। এখন ডক ফাইলকে যদি পিডিএফ বা এইচটিএমএলে রূপান্তরিত করতে চান তাহলে থার্ড পার্টি এপ ইউস করতেই হবে। আর পিডিএফে প্রিন্ট করার পর ডকুমেন্টে দেখা যাবে দশ প্রকার ওয়াটারমার্ক। ??

নিঃসন্দেহে বিরক্তিকর। অনন্য এপগুলোও এই একই সমস্যা করে। আমরা যারা বিভিন্ন ব্লগ আর সাইটে লেখালেখি করি তাদের তাই একটু সমস্যার মধ্যেই পড়তে হয়। দেখা যায় পুরো আর্টিকেল লিখে সেটাকে আবার কপি করে তারপর তার মাঝে এইচটিএমএল ট্যাগ যুক্ত করতে হয়। তারপর পুনরায় কপি করে সেটাকে পেষ্ট করতে হয় যা খুব খুব এবং খুবই বিরক্তিকর।

তবে আজ থেকে আর এই বিরক্তিকর কাজগুলোকে বাই বাই বলতে পারেন। আমি এমন একটি রাইটিং এপ সম্পর্কে বলতে চলেছি যেটা দিয়ে আপনি সম্পূর্ণ অফলাইনে লিখতে তো পারবেনই পাশাপাশি লেখা ফাইলকে HTML, pdf বা word যেকোনো ফর্মেটে কনভার্ট করতে পারবেন।

এবার একটু দাঁত বের করে হাসুন তো দেখি! ???

লেখক হওয়ার আগে হতে হয় পাঠক

iA Writter – রিভিউ

iA Wrtter একটি হেব্বি এপ যেটা আপনার সকল প্রকার লেখায় সাহায্য করবে। এটির মাধ্যমে লিখতে পারবেন গল্প, উপন্যাস, কবিতা বা ব্লগ পোষ্ট। আর ব্যবহার করা এতটাই সহজ যে আপনার পিচ্চি ছোট ভাইও এটার মাধ্যমে লিখতে পারবে।

ফিচারসমূহ

  • চমৎকার ডিজাইন।
  • সম্পূণ ফ্রি এবং এড মুক্ত।
  • ডে-নাইট মোড।
  • আপনার সৃজনশীলতা সেভ করুন .MD ফাইলের মাধ্যমে।
  • পুরাই সেইরাম প্রিভিউ অপশন।
  • ওয়ার্ড, ক্যারেক্টার, সেন্টেন্স কাউন্ট।
  • সকল ডিস্টার্বেন্স নিষিন্ধ! সম্পূর্ণ ফোকাস মোড।
  • লেখা সরাসরি প্রকাশ করুন ওয়ার্ডপ্রেস ব্লগে।
  • লিংক, ইমেজ, কোটেশন, কোড যুক্ত করার সুবিধা।
  • .MD ফাইলকে কনভার্ট করুন txt, html, pdf বা ms word এ।
  • যুক্ত হোন ড্রোপবক্স বা গুগোল ড্রাইভে আর সকল কাজ সেভ করুন ক্লাউড স্টোরেজে।

আরে দূর, আর কত ফিচারের কথা বলব? বাকিগুলো নিজেই আবিস্কার করে নিন।

স্ক্রিনশট – নিজ চক্ষে দেইখ্যা লন!

image
image
image
image
image
image

.md ফাইল

যেহেতু iA Writter সম্পূর্ণ .md ফাইল নির্ভর তাই এই ফাইল ফর্মেট সম্পর্কে একটু জেনে রাখাই ভাল।

.md ফাইল প্রথম প্রকাশিত হয় ২০০৪ সালে যাকে বলা হয় মার্কডাউন। এর ডেভিলপার জন গ্রুবার। এর মূল লক্ষ্য হল সহজ এবং কম সময়ের মধ্যে টেক্স মার্কডাউন বা ডেকোরেশন করা।

মনে রাখা উচিত এটা HTML এর প্রতিদ্বন্দ্বী তো নয়ই বরং এর ধারের কাছেও নয়। জন গ্রুবারের মতে,

Markdown is not a replacement for HTML, or even close to it…The idea for Markdown is to make it easy to read, write, and edit prose.

HTML এর অনেক সুবিধাই মার্কডাউনে নেই। তবে HTML এর চেয়ে তুলনামূলক ভাবে সহজ হওয়ায় এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে।

iA writer ইন্সটল করে ওপেন করার পরই মার্কডাউন নিয়ে একটা গাইডলাইন দেখতে পাবেন যেখানে অনেকগুলো মার্কডাউন ট্যাগের নিয়ম দেওয়া আছে। তাই সহজেই এই ল্যাঙ্গুয়েজ শিখে নিতে পারবেন। এটা শিখতে লাগে দশ মিনিট অথচ মাথায় থাকবে সারা জীবন।

কিছু খারাপ দিক

আমি যেহেতু iA Writer এর ডেভেলপার বা ডেভেলপারদের মামা নই সেহেতু এর কিছু খারাপ দিক জানিয়ে দিতেই পারি।

সমস্যা
  • মাল্টিপল ফাইল সিলেক্ট মুড নেই। তাই ফাইল ম্যানেজ করাটা ঝামেলার।
  • প্রয়োজনীয় এপ না থাকলে HTML/Word এ ফাইল কনভার্ট করা সম্ভব হয় না।
সমাধান
  • আপনার সকল ফাইল Internal Storage/documents/iA Writer – গিয়ে জমা হয়। তাই ইএস এক্সপ্লোরার বা ডিফল্ট ফাইল ম্যানেজার দিয়ে ঐ ফোল্ডারে থাকা ফাইল খুব সহজেই ম্যানেজ করতে পারবেন।
  • Export HTML -এ ক্লিক করার পর পোপ আপ মেনু থেকে ই-মেইল এপ সিলেক্ট করুন। দেখতে পাবেন আপনার লেখাটা HTML এ কনভার্ট হয়ে মেইলের বডিতে চলে গিয়েছে। এবার বডি থেকে কোডসহ লেখাটা কপি করে কাঙ্ক্ষিত স্থানে পেষ্ট করে দিন।

ব্লগ, ব্লগার, ব্লগিং

ডাউনলোড লিংক

ফ্রি ডাউনলোড করে নিন এখনই।

গুগোল প্লে ষ্টোর

ডাইরেক্ট ডাউনলোড(মিডিয়া ফায়ার)

টিউনার হওয়ার জন্য যুদ্ধ করছেন?

একটা থ্যাংকু দিন!

আমার মত লেখালেখির নেশা যাদের আছে তাদের জন্য এই এপটা বেশ সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করি। আজ এই পর্যন্তই। এপটা অবশ্যই ট্রাই করবেন। আর ভাল লাগলে ধন্যবাদ দিতে কার্পণ্য করবেন না। ???

21 thoughts on "ব্লগার, টিউনার, গল্পকার, কবি, ফেবু সেলিব্রেটি; সকল শ্রেনীর লেখকদের জন্য সমাধান একটাই | IA WRITER সম্পূর্ণ বাংলা রিভিউ + ডাউনলোড || এন্ড্রোয়েড এপ"

  1. Ex Programmer Contributor says:
    wow,তোমার পোস্টগুলে পড়তেও ভালোলাগে & দেখতেও ভালোলাগে।তোমার মতো লোকই ট্রিকবিডির গর্ব।
    1. #Ahmed Author Post Creator says:
      ধন্যবাদ ভাই। তবে আমি মনে হয় এত প্রশংসা পাওয়ার যোগ্য লোক নই। ??
    2. Ex Programmer Contributor says:
      no.you are!
    3. #Ahmed Author Post Creator says:
      ???
    4. Ex Programmer Contributor says:
      hmm.Keep going~~~~
  2. Techno Boy Contributor says:
    Thank you!Nice post!
    1. #Ahmed Author Post Creator says:
      tnx for reading!
    1. #Ahmed Author Post Creator says:
      ???
  3. sanjid1122 Contributor says:
    Nice post, good
    1. #Ahmed Author Post Creator says:
      ধন্যবাদ!
  4. abirhossain Contributor says:
    paypal একাউন্ট লাগবে যদি কেউ দিতে পারেন। facebook.com/owajcomputer যোগাযোগ করতে পারেন।
  5. Oliur Author says:
    অসাধারণ।। ধন্যবাদ
    1. #Ahmed Author Post Creator says:
      আপনাকে স্বাগতম! ??
    1. #Ahmed Author Post Creator says:
      yap! awsm app! ?
  6. Rabbi Ahmed Subscriber says:
    তুলনাই হয়না।।। অসাধারন লুক ।।।।
    1. #Ahmed Author Post Creator says:
      ??
    1. #Ahmed Author Post Creator says:
      ☺☺
  7. Sajjat Hossain Shanto Author says:
    গুড এপস। ক্যারি অন।

Leave a Reply