আগেই বলে দিচ্ছি।
সফটওয়্যার এবং সিরিয়াল কি টি আমার তৈরিকৃত নয়। তাই আমার আগেও কোনো না কোনো জাইগাতে পোস্ট হতে পারে ।
আসসালামু আলাইকুম।
জানি সকলেই ভালো আছেন। তাই আর নতুন করে জিগাইলাম না।
টাইটেল দেখে তো বুঝে গেছেন। তাই ডাউনলোড লিংক খুঁজতাছেন। এত তাড়া কিসের আগে নিচের Screenshot দুইটা দেখুন।
ঠিকই দেখেছেন। সফটওয়্যার টির ফ্রি ভার্সন ও আছে আবার পেইড ভার্সন ও আছে। পেইড টা ফ্রি তে পেলে ফ্রি ভার্সন নেবেন কেনো।
তাই সফটওয়্যার টির পেইড ভার্রসন (1.2 MB) ডাউনলোড করতে এখানে টাচ্/ক্লিক করুন
আর যদি আপনার মোবাইলে পেইড ভার্সন ইন্সটল না হয়।
তাহলে ফ্রি ভার্সন (857 kb) টা সরাসরি Google Play Store থেকে ইন্সটল করতে এখানে টাচ্/ক্লিক করুন
ইন্সটল শেষ করে সফটওয়্যার টি ওপেন করুন। তারপর নিচের দেখানো ScreenShot মত টাচ্ করতে থাকুন।
তারপর
↓↓↓↓↓↓↓↓
তারপর
↓↓↓↓↓↓↓↓
তারপর
↓↓↓↓↓↓↓↓
তারপর অ্যাপ টি Active করে দিন। না বুঝলে নিচের ScreenShot টি লক্ষ করুন।
এবার দেখুন আপনার মোবাইলে ডিসপ্লে আমার নিচের দেওয়া screenshot এর মত হয়েছে কিনা।
এখন যদি আপনি Recent Used অ্যাপ গুলো ক্লিয়ার করেও দেন। তবুও আপনার ডিসপ্লে এমনই থাকবে।
আরো অনেক ফিচার্স আছে এই অ্যাপ টি তে। নিজে একটু কষ্ট করে দেখে নিন।
(বি.দ্রঃ- এই অ্যাপ টি active থাকা সময়ে মেমরি কার্ড/ফোন মেমরি থেকে কোনো অ্যাপ ইন্সটল দিতে পারবেন না। যখন প্রয়োজন হবে, অ্যাপ টি DeActive করে অ্যাপ ইন্সটল দিয়ে আবার Active করতে হবে। যেই খানে টাচ্ করে Active করেছিলেন। সেখানে টাচ্ করেই DeActive করা যাবে।)
ভুল-ত্রুটি মার্জনা করবেন আশা রাখছি।
…………………………………………………………………………………
…………………………………………………………………………………
সামনে পরিক্ষা, তাই হয়তো কম্মেন্টের তেমন রিপ্লাই করতে পারবো না। তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি
অন্যান্য স্বাভাবিক অ্যাপ গুলোর চেয়ে এই অ্যাপ টি তে আশানুরূপ একটু বেশিই চার্জ অপচয় হয়। যা আমার পোস্টে উল্লেখ করা জরুরি থাকলেও সংগত কারন বসত সেটা হয়ে ওঠে নি।
আপনার মুল্যবান মতামতের জন্য ধন্যবাদ
bro
আপনাকে নোটিশ ও দেয়া হয়েছিলো এ ব্যাপারে।
ছবি/স্ক্রিনশট আকারে কোনো এড দেয়া যাবেনা।
শুধু লিংক।
মেইন পেইজ থেকে নোটিশ পড়ুন।
তাহলে আর কোনো ভুল হবেনা।
next post a banner add dibo na.
link dibo.
তবে ইউজার দের দিক টা ও ভেবে দেখবেন।
আগেকার TrickBD আর এখন কার TrickBD এক নয়।
এখন ট্রিকবিডির প্রতি পেইজেই ৩/৪ টা করে Adsense এর অ্যাড দিয়ে ইউজার দের ঝামেলায় ফেলে নিনেরা টাকা ইনকাম করছেন। আর ইউজার রা দু একটা অ্যাড দিয়ে মহাভারত অশুদ্ধ।
আমার এই ধরনের মতামতের জন্য ক্ষমা চেয়ে নিলাম।
আগে এড লিংক দেয়া যেতো একটি আর এখন তা দুটি করা হয়েছে।
তাছাড়া সরাসরি ভিডিও দিয়েও ভিউয়ার বাড়াতে পারছেন।
ট্রিকবিডির ৯৫% ভিজিটর ফ্রি ব্যাসিক ইউজ করে।
তারাও কি এড দেখে?
তখনও আমাদের ইনকাম হয়?
তবে ইউজার দের কে ২ টা কেনো, ১০ টা অ্যাড লিংক দেওয়ার অনুমতি দিলেও ইউজার দের লাভ নাই।
কারন আমি যদি আমার পোস্টে ২ টি লিংক দেই, তাহলে ৯৯% লোক একটি লিংকেও ঢুকবে না। আর ১ টি লিংক দিলে ২০% লোক সেই লিংকে ঢুকবে বলে আশা করা যায়।
তাছাড়া, আমি যদি ১ টি লিংক এবং ১ টি ব্যানার অ্যাড দেই। তাহলে সমস্যা কোথায়?
দয়া করে বিবেচনা করবেন।
টিউনার দের অ্যাড দেওয়ার ক্ষেত্রে অনেকটা স্বাধীনতা দিলে টিউনার দের ভিতরে পোষ্ট করার তিব্রতা আরো বেড়ে যায়।
ধন্যবাদ।
ব্যানার এড দেয়ার অনুমতি দেয়া যাবেনা।
এটা আমাদের অফিসিয়াল সিদ্ধান্ত।
এ ব্যাপারে এডমিনই ভালো জানবে।
ট্রিকবিডি তে বড্ড নেশা হয়ে গেছে।
সহজে এ নেশা ছাড়া যাবে না।
সুতরাং, যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে….!
profile>edit profile>comment এ গেলে দেখছি কিছু কিছু কম্মেন্ট pending. কেনো?
তাই।
…..