আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
আজকে আপনাদের সাথে একটা সুন্দর কাজ শেয়ার করবো।
টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন সবাই।
যারা জানেন তাদের থেকে আরো সহযোগিতা চাই।আর যারা জানেনা তাদের জানাতে চাই।
এখন কাজের কথায় আসি।
কিছু কথা:
আমরা অনেক সময় কারো ওয়াইফাই এর পাসওয়ার্ড নিয়ে নেট চালাই কিন্তু এমন কিছু লোক আছে যারা এসে পাসওয়ার্ড চাইলে না দিলে কোন উপায় থাকেনা।আবার অনেক সময় ডাটা থাকলে এমন কিছু মানুষ আছে যারা নেট চালাতে গেলে অযথা নেটের কিছু কাজ দেখতে চায় যা দরকার নাই বা বিরক্তিকর মনে হয়।আমার মতে তাদের সামনে নেট চালাতে গেলে এই কাজটি করা খুবই দরকার। তো কথা না বারিয়ে কাজের কথায় যাই।
এখানে আমি পর্যাপ্ত পরিমান স্কিনসর্ট দিয়েছি।
তবুও না বুঝতে পারলে পোষ্টে কমেন্ট করবেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।
আমি ট্রিকবিডির হয়ে সারাক্ষণ আপনাদের পাশেই আছি ও থাকবো।
আশা করি সবাই ভালো ভাবেই বুঝতে পারবেন।
তো প্রথমে:
আপনারা দেখুন আমার ওয়াইফাই
কানেক্ট করা আছে।
আবার, এখন দেখুন আমার ডাটা চালু আছে।
এখন আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে
clean status bar লিখুন।তারপর নিচের ছবির মত আসলে
ছবিতে দেখানো Clean Status Bar[Developers]
লেখাতে যান।তারপর. Clean Status Bar[Developers] লেখার নিচে
Emma guy লেখা মিলিয়ে
এ্যাপস টি ডাউনলোড করুন।খুব বেশি না।মাত্র 1.11 এমবি এর একটি এ্যাপ্স। কিন্তু খুব কাজের।
তারপর এ্যাপস টি ডাউনলোড করে ইন্সটল করা শেষ হলে এ্যাপস টি Open করুন।
তারপর ছবিতে দেখানো আইকোন টিকে On করে দিন।
এখন দেখুন নোটিফিকেশন বার টি অন্য রকম দেখাচ্ছে।
এখন আপনি আরেকটা কাজ করবেন।নোটিফিকেশন বারে নেটওয়ার্ক আইকোন নিয়ে আসবেন। লোকেশন আইকন সহ আরো কিছু রাখতে পারেন। এর জন্য শুধু ওয়াইফাই আইকোন বাদে
নেটওয়ার্ক ও GPS আইকোন টি অন করে দিন।
প্রথমে আপনারা
নেটওয়ার্ক আইকোনে গিয়ে
এখান কার যেকোন টি সিলেক্ট করে দিন।
তারপর আপনারা এখন দেখুন, এই রকম থাকলে
আপনি যদি নেট চালান তবে সহজে কেউ বুঝতে পারবেনা।এমন কি আপনি আপনার বন্ধুদের কে চমকিয়েও দিতে পারেন এই কাজের মাধ্যমে।
এই এ্যাপস টির আরো কিছু কাজ দেখিয়ে দিচ্ছি
আপনি যদি আপনার নোটিফিকেশন বার ফোনের ভার্শন ভেদে চেঞ্জ করতে চান তবে এখানে যান।
আর এখান থেকে
যেকোন টি সিলেক্ট করুন।
আপনি চাইলে নোটিফিকেশন বারের ব্যাকগ্রাউন্ড এর কালার পরিবর্তন করতে পারেন।
এর জন্য এখানে গিয়ে
এখান থেকে
যে কোন. কালার দিতে পারেন।এখন দেখুন এই রকম দেখাচ্ছে।
এখন আপনি যদি ভার্শন [M(v23)] দিয়ে থাকেন তবে,
M light mode টি জেগে থাকবে।আপনি চাইলে অন করে দিতে পারেন।
অন করে দিলে
এই রকম আসলো।এই ভাবে আপনারা আপনাদের নিজের মত করে নোটিফিকেশন বার টি সাজিয়ে নিয়ে সবার সামনেই ডাটা বা ওয়াইফাই দিয়ে নেট চালাবেন।কেউ ধরতেই পারবেনা।
এই ভাবে আপনারা কাজটি করবেন।
আশা করি আপনাদের বিষয়টি ভালভাবে বোঝাতে পেরেছি।
ভুল হলে ক্ষমা করবেন ও ভুল দেখিয়ে দিবেন।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আর ট্রিকবিডির সাথে থেকে অনেক কিছু জানুন।
এক দিন আগেই করা হইছে এই পোষ্ট এছাড়াও আরও অনেক পোষ্ট আছে ট্রিকবিডিতে।
এভাবেই চালিয়ে যান।
Carry on:)
?????
ei app er system ta pochondo na….time ta all time e 12:00 hoye thakbe kom beshi howar kono system nai jmn setting kore rakhbo oi rokom e thake….notification bar namale uporer sei jaygay ja ja thakr segulo dekha jay na