আসসালামুআলাইকুম…
সবাই কেমন আছেন?
আশা করি ভালো ই আছেন!!
ভালো না থাকলে তো আর এই পোস্ট টি
এই মুহূর্তে পড়তেন না।। (স্মাইল ইমোটিকন)
- যাইহোক মুল কথায় আসি আপনারা
যারা টরেন্ট ব্যাবহার করেন।।
টরেন্ট সার্চ করে মুভি, অডিও, ভিডিও, ই-বুক
ডাওনলোড করেন তারা সবাই মোটামুটি টরেন্ট
আ্যপগুলো যেমন U torrent, Bittorrent
Flud এগুলোর সাথে কম বেশি পরিচিত।
- তো এই টরেন্ট আ্যাপগুলো তে হয় কি
আমাদের কে ম্যানুয়ালি টরেন্ট সার্চিং করে
টরেন্ট সাইট থেকে টরেন্ট ফাইল ডাওনলোড করে তারপর আমাদের কাঙ্খিত ফাইল ডাওনলোড করতে হয় যেটা কিছুটা বিরক্তিকর।
এইজন্যই অধিকাংশ মানুষ টরেন্ট ব্যাবহার করতে
অনাগ্রহী!
- তো আজকে আপনাদের সাথে একটা টরেন্ট ডাওনলোডার আ্যপ এর পরিচয় করিয়ে
দিব, যেটা নিজ থেকেই টরেন্ট ফাইল সার্চ করে
নিয়ে আসে আপনাকে জাস্ট কষ্ট করে ডাওনলোড আইকনে ক্লীক করতে হবে ব্যাস।
- মুভি ডাওনলোডিং এর জন্য এর আগে অনেকে হয়ত শো বক্স বা অন্য কোনো
আ্যপ ব্যাবহার করে থাকবেন।।
কিন্তু এই আ্যাপটির ব্যাপার একটু অন্যরকম।
সব দেশের সব ভাষার সব রকম মুভি
আপনি এইটাতে পেয়ে যাবেন।।
বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন।।
❏ এখান থেকে আ্যাপটি ডাওনলোড করে
নিন।।
বাকিটা নিচের স্ক্রীনশট দেখে বুঝে নিন।
খুবই সিম্পল ইন্টারফেস।।
ইন্সটল করলেই বুঝতে পারবেন।।
- মুভি ডাওনলোড করতে চাইলে
টরেন্ট টাইপ এ Video সিলেক্ট করবেন।
- অডিও গান ডাওনলোড করতে audio
সিলেক্ট করবেন।
- আ্যপ ডাওনলোড করতে Software সিলেক্ট করবেন।।
❏ কাঙ্খিত ফাইলের নাম লিখে Torrent Type সিলেক্ট করবেন।
Search লেখাটিতে ক্লীক করবেন।
কিছুক্ষণ সময় নিয়ে
সার্চ রেজাল্ট আসবে
,
ডাওনলোড আইকনে ক্লীক করলেই
Download স্টার্ট হবে।।
- তো আজ এপর্যন্তই।
- জানিনা এটা নিয়ে আর পোস্ট হয়েছে কিনা
- অনেক ভাবে সার্চ করেও এই আ্যাপটি
- নিয়ে কোনো পোস্ট পাইনি।
❏ ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন,
সবাই সুস্থ্য থাকবেন ভালো থাকবেন
আল্লাহ্ হাফেজ।
❏ কোনো দিক দিয়ে বুঝতে অসুবিধা হলে
নিচের ভিডিওটি দেখতে পারেন।
ইচ্ছে হলে আমার ইউটিউব চ্যানেল
থেকে ঘুরে আসতে পারেন।।
Youtube: HasibNahar
এটা আপনার জন্য ট্রাস্টেড টরেন্ট
ফাইলগুলোইখুঁজে আনবে।।
ক্যারি অন।
পোস্ট করলে কি Author হতে পারব?
প্লিজ উত্তরটি দিয়েন?
https://trickbd.com/trickbd-notice/371139
এই পোষ্ট পড়ুন।
যদি এটি পাবলিশ করেন কিংবা সাপোর্ট দেন। তাহলে বাকি পোস্টগুলোও করব।
উত্তর আশা করছি।
ফাইল খুঁজে পান তাহলে বোকামির কিছু দেখিনা।
https://wizbd.com/android/1546/
এই সাইট থেকে
https://www.techtunes.com.bd/other/tune-id/567508
পোস্ট টা আমি লেখা শুরু করেছি
আজ রাত 1:23 Am এ।
ট্রিকবিডি তে পোস্ট করেছি 2:19 Am এ।
প্রুফ চাইলে দিতে পারি ইনবক্সে আসেন।
তবে এটা দেখে খুব কষ্ট পেয়েছি যে টেকটিউনস
এর মতো একটা জনপ্রিয় সাইটে আমার লেখাটা কপি করে চালিয়ে দেয়া হয়েছে।
নুন্যতম ক্রেডিট টুকু দেয়ার ও
প্রয়োজনীয়তা অনুভব করেনি।
যিনিই কাজটা করেছেন জানিনা সে
কিভাবে টেকটিউনস এর অথোর হয়েছে,
আর তার বিবেকবোধ বলতে কিছু আছে কিনা।
বাঙ্গালি হিসেবে খুবই লজ্জিত অনুভব করছি।
কিছু বলার নেই। ?
#Kazi