- ড্রাইভে সেভ করা যেত না। তবে বেশ কিছু অ্যাপ এ যেত, কিন্তু এর ফলে আবার অন্যন্য সুবিধা থাকত না।
- কল অটোমেটিক রেকর্ড হয়ে যাওয়ার কারণে অপ্রয়োজনীয় সব কল রেকর্ড হত।
- কল রিসিভ হোক বা না হোক তা রিসিভ হয়ে যেত। Automatic Call Recorder এর কথা বলছি।
- মূল কথা অপ্রয়োজনীয় সব কল রিসিভ হত। কল রেকরডার এ আমার এর চেয়ে বেশি সুবিধার দরকার নেই। কিন্তু অনেকেরই অনেক সুবিধা লাগে।
আপনাদের মত আমিও কল রেকর্ড করি।কল রেকর্ড করতে গিয়ে অনেক অ্যাপ ব্যবহার করেছি। সব অ্যাপ তুলনা করলে এর চেয়ে ভাল অ্যাপ আর হতে পারে না। কিন্তু ভাল হওয়ার কারণে অ্যাপ টি আপনি ফ্রীতে পাবেন না। কিন্তু আমি পোস্ট প্র ভারশন নিয়েই করছি। আমার আগের ব্যাবহারের অ্যাপ এর মধ্য যেসকল সুবিধা পাই নি তা নিয়ে আলোচনা করছি।
পূর্বের অ্যাপ
এই সব অ্যাপ এ নিচের সুবিধা গোলো থাকত না।
অ্যাপ রিভিউ
অ্যাপ টি বলতে গেলে এক কথায় অসাধারণ। অ্যাপ টিতে আমার এবং আপনার প্রয়োজনীয় সব ফিচার আছে বলতে পারেন। সুবিধা গোলো হলঃ
- কল রেকর্ড করতে পারবেন?।
- বিভিন্য ফরমেটে অডিও রেকর্ড হয়।যেমনঃ mp3,m4a…..etc.
- Imcoming, Outgoing কলগোলো আলাদা আলাদা লিস্ট হিসেবে দেখার সুজোগ।
- কল রেকর্ডিং ডিলেট হলে ভুলে রিসাইকেল বিন থেকে ফিরে পেতে পারেন।
- ব্লুতোথ, ওয়াইফাই এর সাথে যুক্ত থাকা কল রেকর্ড এর সুবিধা
- বেশ কিছু নাম্বার সিলেক্ট করতে পারবেন যেখান থেকে কল আসলে কল রেকর্ড হবে না।
- কল রেকর্ড সরাসরি ড্রাইভে ট্রাস্নফার করার সুজোগ। যেমন: GDrive, Ftp, Dropbox ইত্যাদি।
- কল রেকর্ড Auto/Manual সিলেক্ট করার সুজোগ। অর্থাৎ আপনি যদি চান কল অটোমেটিক রেকর্ড হবে তা পারবেন। কিন্তু ফলে অপ্রয়োজনীয় সব কল রেকর্ড হবে। Manually সিলেক্ট করলে আপনার কল স্ক্রিনে একটি লাল বাটন পাবেন যা ক্লিক করলেই রেকর্ড শুরু হবে। অর্থাৎ আপনি যে কল রেকর্ড করতে চান সেই কলই রেকর্ড হবে। এই অপশন টি অন্য কোনো অ্যাপ এ পায় নি আমি।
- Shake To Record আপনার কল চলাকালীন অবস্থায় মোবাইল ফোন ঝাকালে কল রেকর্ড শুরু হবে। তবে এর জন্য আপনার Manual মোড সিলেক্ট করতে হবে।
- Auto Delete এই অপশন টি আমার বেস্ট মনে হয়েছে। এতে আপনি নির্দিষ্ট দিনের পুরনো কল রেকর্ড অটোমেটিক ডিলেট এর নির্দেষ দিতে পারবেন। এবং নির্দিষ্ট সেকেন্ডের কল রেকর্ড হওয়া অফ করতে পারবেন। অর্
অর্থাৎ ধরুন আপনার কল ৫ সেকেন্ডন পরে কেটে গেছে। কিন্তু অন্যান্য অ্যাপ এ ৫ সেকেন্ড হলেও কল রেকর্ড হয়ে যায়। আপনি চাইলে সেটিং থেকে তা বন্ধ করতে পারবেন। এতে আপ আর কল নির্দিষ্ট সময়ের না হলে রেকর্ড হবে না। - কল রেকর্ড এর পর তা সেইভ করবেন না ডিলেট করবেন এ ধরনের মেসেজ দেখতে পাবেন যদি অপশন টি চালু করে দেন।
- কল রিসিভ এর নির্দিষ্ট সময় পর থেকে কল রেকর্ড করতে পারবেন। যেমনঃ ধরুন সময় ২ সেকেন্ড সিলেক্ট করলেন। এখন কল রিসিভ এর ২ সেকেন্ড পর থেকে রেকর্ড শুরু হবে। এই অপশন অনেকের কাজ লাগতে পারে।
- অ্যাপ লক করে রাখার সুবিধা। অন্যন্য অ্যাপ লকারের মত এই অ্যাপ এ নিজেকে লক করে রাখার সুবিধা আছে। অর্থাত্ত আপনার কল রেকর্ড কেউ যেন শুনতে না পারে বা আপনার সেটিং কেউ নাড়াচাড়া করতে না পারে তার জন্য আপনি অ্যাপ টি পিন কোডের মাধ্যমে লক করে রাখতে পারবেন।
- অ্যাপ এর মধ্যই কল রেকর্ড ট্রান্সফার করার অপশন আছে।এতে সহজেই সকল কল এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবেন। তাছাড়া অ্যাপ টিতে রয়েছে এক্সটারনাল মিডিয়া প্লেয়ার দিয়ে শুনার অপশন।
- অ্যাপ টিতে এখনো কাজ চলছে, তাই কিছু বাগ থাকতে পারে।
কিন্তু আমি দেখা পায়নি কোনো। অ্যাপ টি প্লে স্টোরে ফ্রীতে পাবেন, কিন্তু ফ্রী ভারশনে এত সুবিধা পাবেন না। তাই প্র ভারশন ই বেস্ট।
শেষের কথা
এই পোস্ট আমার শেষ পোস্ট এর পর এ বছর আমি আর কোনো পোস্ট করবনা। কারণ আমি আগামী বছর পরীক্ষার্থী। এই পোস্ট করার কোনো ইচ্ছে ছিল না তারপরেও কেন করলাম জানি না। নিজেকে রাখতে পারিনি??। যাই হোক পোস্ট না করলেও ট্রিকবিডি ভিজিট করি প্রতিদিন। কোনো ভুল হলে ক্ষমা করবেন আমাকে। বিদায় এবং আমার জন্য দুয়া করবেন। হাজার হাজার ভিউয়ারদের মধ্য একজন যদি দুয়া করেন আমার কাজ হয়ে যাবে??।
Gdrive 7mb Download
apni ki 24 hour boi niye bose thakben naki
tachara nijekew to somoy diben aktu naki sudhu porley hobe
সুন্দর পোস্ট
doya roilo valo kore exm preparation nen r tarpor buet/medical/university te chance peye age life er thikana khuje nin..
Tai akn somoy nosto na kore lekhaporay monojog din na hole vobissote afsos sara r kisui thakbena…
Abaro doya roilo.