এন্ড্রয়েড মানেই কাস্টমাইজেশনের স্বাধীনতা। এর মধ্যে ফোনের ফন্ট চেঞ্জ করা অন্যতম, যেটা অনেকেই করতে চান, যাতে ফোন আরো স্টাইলিশ দেখায়। এই কাজের জন্য বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো ফোনের সম্পূর্ণ ফন্ট সিস্টেম চেঞ্জ করতে পারে। কিন্তু আমি আজ যে অ্যাপটির কথা বলব সেটা দিয়ে শুধু ফোনের সিস্টেম ফন্টই নয়, বরং ফোনে ইন্সটল করা প্রতিটি অ্যাপের জন্য পছন্দমত আলাদা আলাদা ফন্ট ব্যবহার করতে পারবেন।

অ্যাপটির নাম Fonter. এটি আপনার সম্পূর্ণ ফোনের ফন্ট বা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের ফন্ট চেঞ্জ করতে পারে।এটি একটি Xposed Module. যার মানে এটা ব্যবহার করতে হলে আপনার ফোনে অবশ্যই Xposed Framework ইন্সটল করা থাকতে হবে (যার জন্য রুট প্রয়োজন)।

প্রথমে ফোনে Xposed Framework ইন্সটল করে নিন। এবার Fonter Pro অ্যাপটি ডাউনলোড করে সেটা Xposed Module এ এনাবল করে নিন।

Download Fonter Pro v2.1

Download

ভাল থাকবেন সবাই

Leave a Reply