আলোচনা:
কেমন হয় যদি আপনি ছাড়া আর কেউ আপনার ফোনটি বন্ধ করতে না পারে ?
বা বন্ধ করার চেষ্টা করলেও এ্যালার্ম বাজে অথা তার সেলফি উঠে? মনে মনে এমন একটা অ্যাপস অবশ্যই খুঁজতেছেন ৷ কিন্তু কীভাবে পাবেন এটাই তো ভাবছেন? আর মনে মনে ভাবতে হবে না, ভাবনা ভাবনির দিন শেষ ৷ আমি ভাবে চিন্তা করে আপনাদের জন্য এই ছোট একটা ট্রিক লেখলাম ৷ এই ট্রিক কতটা কাজে আসবে সেটা পুরাটাই আপনার ব্যাবহারের উপর নিরভর করবে ৷
এই ট্রিকটির মুল বিষয় হলো, আপনি ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বন্ধ করতে না পারে ৷
তাই অন্যদের কবল থেকে ফোনকে বাঁচাতে অব্যই “lock screen protector” নামক এপসটি ব্যাবহার করতে হবে ৷
এপসটির সাইজ ছোট হলেও অনেকটা কাজের ৷ মাত্র একটি সেটিং অন করেই ফোনের পাওয়ার বাটন লক করতে পারবেন ৷ আপনি চাইলে অন্য কেউ পাওয়ার অফ করার চেস্টা করলে এ্যালার্ম সিস্টেমও করতে পারবেন ৷ মাত্র একটি সেটিং অন করলেই চোরকে পাকরাও করতে পারবেন মানে যে চুপি চুপি ফোন বন্ধ করার চেস্ট করবে তার সেলফি উঠে যাবে ৷
ব্যাবহার বিধিঃ
- প্রথমেই আপনাকে এপসটি ডাওউনলোড করতে হবে
- তারপর ওপেন করতে হবে
- এরপর পার্মেশন চাইলে সব এ্যালাউ করে দিন
- এবং এপস টির ইন্ডেক্স এ থাকা Enable Lock screen protector লেখায় হালকা করে টাচ করুন ৷
- আপনি চাইলে এ্যালাম চালু করে রাখতে পারবেন এরজন্য আপনাকে Enable Alarm এ হালকা করে টাচ করে অন Enable করে রাখুন ৷
- সেলফি চালু করতে Tack selfie
- Auto start on করতে আপনাকে কস্ট করে Auto start এ ক্লিক করে অন করতে হবে ৷
উপরের সেটিং গুলা অন করলেই আপনার কাজ শেষ ৷ বাকিটা করবে লক স্ক্রিন প্রোটেক্টর ৷
কিছু কথাঃ
সব জিনিশের পার্শপ্রতিক্রিয়া আছে ৷ আর এর পার্শপ্রতিক্রিয়া হলো কিছুক্ষন চলার পর ডিসকানেক্ট হয়ে যায় ৷ পুনরায় এপসটিকে ওপেন করতে হবে তবে সেটিং বার বার করতে হবে না ৷
এপস পরিচয়ঃ
- নামঃ লক স্কিন প্রোটেক্টর
- সাইজ: 2.48 mb
- Last update:30- jan-2020
- ডাউনলোড: প্লে স্টোর ইনিস্টল লিংক
পোস্ট ভালো লাগলে কমেন্টস করুন ৷
অথবা পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
ধন্যবাদ শেষ প্রযুন্ত পড়ার জন্য ৷
বুঝতে পারছেন?
ক্যাবলি আমি ভাবলাম যে এপটা আনইনস্টল করলেই …
জিঙ্গালালা ???