আসসালামু আলাইকুম
ও হিন্দু ভাইদের আদাব।
কেমন আছেন সবাই?
আশা করি ভাল আছেন।
কারন ট্রিকবিডির সাথে থাকলে ট্রেকনিক্যাল সহ আরো অনেক কিছু খুব সহজে জানা যায়।
।
আমরা চেস্টা করি নিঃসার্থে আপনাদের মাঝে জ্ঞ্রান বিতরন করা।
কাজের কথায় আসি,
আজিকে আপনাদের এমন একটা ট্রিক দেখাব, যেটার মাধ্যামে আপনি ডায়ালপ্যাডে এপ্স হাইড করে রাখতে পারবেন!
অবাক হচ্ছেন!
অবাক হওয়ার কিছু নেই।
আজ দেখাব সেটাই।
আপনি ফোন ও দিতে পারবেন যে কাউকে।
কেউ বুঝতেই পারবে না এখানে এপ হাইড আছে।
এবং খুজে ও কখনো পাবে না।
এমনি একটা সিস্টেম আজ দেখাব আপনাদের৷
তো এবার এপ্সটি ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে;
ভালভাবে ডাউনলোড করা হলে এবার এপ্সটি ওপেন করুন
তার পর কোনো পারমিশন চাইলে দিয়ে দিবেন
এবং পিন চাইবে আপনি আপনার ইচ্চামতো পিন দিয়ে দিন
পিন দেয়া হয়ে গেলে এখানে দিন ক্লিক
দেখুন আপনার ফোনের ডায়ালপ্যাড,
অবাক! আপনি এখান থেকে ফোন দেয়া মানে
ডায়াল প্যাডের সব কাজ করতে পারবেন।
যখন এপ্স হাইড করবেন তখন
আপনার সেই কোড ডায়াল করবেন,
যেটা দিয়েছিলেন
পরের স্কীনসট গুলো দেয়া সম্ভব হচ্চে না,
কারন এপ্স হাইড করার সময় ওই পেজে স্কীনসট নেয় না।
এজন্য আন্তরিক ভাবে দুঃখিত।
তবে আমি নিয়ম গুলো ধারাবাহিক ভাবে বলছি,
আপনার পিন দেয়ার পর
দেখবেন, একটা + আইকন আসবে নিচে।
ওখানে ক্লিক দিয়ে যে এপ্স হাইড করতে চান
সিলেক্ট করুন এবং হাইড এ ক্লিক করুন।
ব্যাস! হাইড হয়ে গেছে।
এবার আপনার ফোন থেকে সেই এপ্স আন ইন্সটল করে দিন।
ব্যাস! শেষ।
কেউ খুজে ও পাবে না।
আপনি যখন ব্যাবহার করবেন,
তখন আবারো সেই নিয়মে ডায়াল প্যাডে যাবেন,
পিন দিয়ে ভিতরে ঢুকে ব্যাবহার করবেন।
সবার অজান্তে।
[ তার পর ও যদি কেউ না বুঝে থাকেন,তাহলে আমাকে ফেসবুকে নক দিন, আমি আপনাদের সুন্দর ভাবে বুঝিয়ে দেব]
ভাল থাকবেন সবাই, অপেক্ষা করুন নতুন কিছুর জন্য।
আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।
আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon
ধন্যবাদ
9 thoughts on "এন্ড্রয়েড ফোনের ডায়াল প্যাডে এপ্স হাইড করে রাখুন, কেউ কখনো ই খুজে পাবে না [চমৎকার একটি ট্রিক]"