বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষ খুজে পাওয়া যাবে না।

হোক আমাদের ফোনটা পূরাতন বা হোক নতৃন স্মার্টফোন যেনো আমাদের একটি নিত্যসঙ্গি হয়ে পড়েছে।

যদি আপনার পূরাতন ফোনটা যদি আপনার আর ভালো না লাগে তবে এই পোষ্টটা আপনার। 

আপনার পুরাতন ফোনটি যদি পূরাতন ডিজাইনের হয় তবে কীভাবে এটিকে নতুন ফোনের মতো বানাবেন এটি জানতে পারবেন এই পোষ্টটি সম্পূর্নভাবে পড়ে তাই মনোযোগ দিয়ে পোষ্টটি পড়বেন।

আমি আপনাদের জন্য আগের পোষ্টে নিয়ে এসেছিলাম X Luncher মুড অ্যাপ যা দিয়ে আপনার ফোনটিকে আইফোনের মতো বানাতে পারবেন।

আর আজ এই পোষ্টে নিয়ে এসেছি কীভাবে আপনার পূরাতন ফোনটিকে রেডমি শাওমির মতো দামি ফোনের নোটিফিকেশন বার কাষ্টমাইজ করবেন।

আর এ কাজটি করলে আপনি আপনার পূরাতন ফোনটি ব্যবহারে নতুন মজা পাবেন।

আর এটির জন্য আপনার প্রয়োজন হবে একটি অ্যাপ যা দিয়ে কাষ্টমাইজ করবেন।

কিন্তু এর জন্য আপনার ফোনের কোনো ক্ষতি হবে না।

কারন যেকোনো বিষয়নিয়ে প্রথমে আমরা টেস্ট করে পরে আপনাদের জন্য নিয়ে আসি।

যা বলছিলাম অ্যাপটির নাম One Shade.

অ্যাপটি প্লে স্টোর ডাউনলোড লিংকঃ

Download

  • অ্যাপটি ডাউনলোড করার পর অপেন করুন।
  • অপেন করার পর Try Limited Version এ ক্লিক করুন।

try limited version

  • তারপর দেখুন এখানে ৩টি সেটিংস অন করতে বলছে সবগুলো সেটিংস অন করে দিন।

On all settings

সাবাস আপনার কাজ সম্পর্ন হয়েছে।

একটি কথা বলে নিই যদি আপনার ফোনটা আগে থেকেই কাষ্টমাই করার থাকে তবে এটি আপনার ব্যবহার না করায় ভালো।

আর এই ফোনটি এমন ফোনে কাজ করবে না যে ফোনে নোটিফিকেশন একছেস ফিচারটি নেই।

সবকিছু যদি ঠিক থাকে তবে নোটিফিকেশন প্যানেল ঠেনে দেখুন কী সুন্দর কন্ট্রোল শেড সাথে নোটিফিকেশন প্যানেল।

অ্যাপটির সুবিধাঃ

  1. লো ভার্সন অ্যান্ডয়েড ফোনে অ্যান্ডয়েড ১০ এর মজা নেওয়া যায়।
  2. সকল কিছু সুন্দর ও ১ ক্লিকে কাজ করে।
  3. সহজে কাষ্টমাইজ করতে পারবেন।

বিশেষ কথাঃ

আপনি যদি আপনার পূরাতন ফোনটি একেবারে নতুনের মতো করতে চান তবে এই অ্যাপটি অবশ্যই ব্যবহার করবেন।

আর আগে যে লাঞ্চার অ্যাপটি নিয়ে এসেছিলাম সেটিও ব্যবহার করবেন। 

উপসংহারঃ

আপনি যদি আমাদের কাছ থেকে একটুকুও উপকার পান তবেই আমাদের আনন্দ।

আর আপনাদের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য যেগুলো আমি শেয়ার করি সেগুলো আগে নিজের ফোনে টেষ্ট করে পরে আপনাদের জন্য নিয়ে আসি।

আপনার যদি এই পোষ্টটি ভালো লাগে তবে প্লিজ সবসময় আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন নতুন নতুন আপডেট পেতে।

আমাদের সাথে আপনার যোগাযোগ করার প্রয়োজন পড়লে নির্দিধায় মেসেজ করুন।

Leave a Reply