ক্লিক অ্যাসিস্ট্যান্ট অ্যাপ এর আরেকটি বিষয় নিয়ে আমি আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। এর আগে এই ক্লিক অ্যাসিস্ট্যান্ট অ্যাপের উপর আমি আরো দুইটি টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। ক্লিক অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি দিয়ে যারা অটো ক্লিকের কাজ করে থাকেন তাদের জন্য আজকের পোস্টটি খুবই প্রয়োজনীয়। কারণ প্রায় সময় আপনি যখন এর ব্যবহার করতে যাবেন তখন একটা সমস্যার সম্মুখীন হবেন। সেটা হলো যখন অটো ক্লিকের জন্য অ্যাপটি চালু করবেন তখন অটো ক্লিকের বাটনগুলি কাজ করবে না। তো যদি অ্যাপটি কাজ না করে তাহলে তা কিভাবে সচল করবেন তাই আমরা আজকের এই টিউটোরিয়ালে জানবো।

পূর্বের পোস্টগুলিতে আমরা মূলত অ্যাপটির ইউয দেখিয়েছিলাম এসপিসি ইউজারদের জন্য। কিন্তু মূলত অ্যাপটির ডেভেলাপার অ্যাপটি তৈরি করেছে কিছু গেইম খেলার জন্য অটো ক্লিকের মাধ্যমে। তো আমরাও আজকেও এসপিসিতে অটো ক্লিকের কাজ নিয়েই দেখাবো।

তো ধরুন আপনি এসপিসিতে বিজ্ঞাপন দেখার জন্য এসপিসির Ads সেকশনে গেলেন এবং ক্লিক অ্যাসিস্ট্যান্ট অ্যাপের অটো ক্লিক বাটনগুলি চালু করলেন। কিন্তু আপনি খেয়াল করলেন যে অটো ক্লিক বাটনগুলি কাজ করতেছে না। অর্থাৎ ক্লিক করতেছে না ঠিক উপরের স্ক্রিনশটের মত। দেখুন প্রায় ৫৯ সেকেন্ড হয়ে গেছে মাত্র একটি ক্লিক করার পর বাকি দুইটি বাটনের ক্লিক হয়নি। তো এইরকম যদি হয় তাহলে অটো ক্লিকের অপারেশনের কনফিগারেশন বন্ধ করে দিন। তারপর এসপিসি অ্যাপটি মিনিমাইজ করে আপনার মোবাইলের সেটিংস অপশনে ক্লিক করুন।

সেটিংস অপশনে ক্লিক করার পর সেটিংস এর নিচের দিকে গিয়ে দেখুন Accessibility নামে একটি অপশন রয়েছে ঠিক উপরের স্ক্রিনশটের মত। এইবার এটিতে ক্লিক করুন।

তারপর উপরের স্ক্রিনশটের মত Installed Services বাটনে ক্লিক করুন।

তারপর উপরের স্ক্রিনশটের মত Click Assistant অপশনে ক্লিক করুন।

এইবার দেখুন উপরের স্ক্রিনশটের মত এসেছে। অর্থাৎ ক্লিক অ্যাসিস্ট্যান্ট অ্যাপের পারমিশন অন করা আছে এটি অফ বা বন্ধ করে দিন। বন্ধ করার পর আবার পারমিশনটি অন বা চালু করে দিন।

পারমিশন চালু করার পর এখান থেকে ব্যাক বা পিছনে গিয়ে আপনার এসপিসির বিজ্ঞাপন সেকশনে গিয়ে ক্লিক অ্যাসিস্ট্যান্ট এর অটো ক্লিকের বাটনগুলি চালু করে দিন। তাহলে দেখবেন উপরের স্ক্রিনশটের মত অটো ক্লিক বাটনগুলি কাজ করা শুরু করেছে। তো এইভাবে আপনি অটো ক্লিকের বাটনগুলি কাজ না করলে সমাধান করে নিতে পারবেন। এই সমাধানের বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি যাতে আরো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাই বিষয়টি আরো পরিস্কারভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখতে পারেন।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

5 thoughts on "Click Assistant অ্যাপ এর অটো ক্লিক বাটন কাজ না করলে এর সমাধান!"

  1. RC007 Contributor says:
    Spc ki চালু করবে?? আপডেট কি??
    1. Mahbub Pathan Author Post Creator says:
      আশা রাখতে পারেন।
  2. Sky Stefen Contributor says:
    SPC এখনো বন্ধ আছে। কিন্তু যখন SPC বন্ধ হয়েছিলো তখন খুবই হতাশ ছিলাম। তার কিছুদিন পর ই ফেইসবুক এর মাধ্যমে জানতে পারলাম LinkID এর কথা। বর্তমান এ খুবই ভালো ভাবে পেমেন্ট করে আসছে। যে কেউ চাইপে সেইফলি কাজ করতে পারেন। প্রত্যেক মাসে দুই বার পেমেন্ট নেয়া যায়। এদের দুই বছরের লাইসেন্স রয়েছে। তাই নো টেনশন।
    LinkID.work
  3. Adriannayeem Contributor says:
    android v6 a support kore amn kono click apps ace?
    1. Mahbub Pathan Author Post Creator says:
      পুরোনো ভার্সনের ডাউনলোড করে দেখেন।

Leave a Reply