আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভাল আছেন। অনলাইন জ্ঞান অর্জন ও বিতরণে ট্রিকবিডির সাথেই থাকুন।

আপনাদের জন্য একটি সুখবর যারা সাতোশি অ্যাপে কাজ করেছেন তাদের জন্য নতুন একটি আপডেট চলে এসেছে।

ইতিপূর্বে এই বিষয়ে ১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্ব নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন।

নতুন আপডেটে থাকছে বিভিন্ন বড় প্রজেক্ট এর রিয়েল এয়ারড্রপ এখানে আপনারা জানেন যে সাতোশি এপ এর যে কয়েন রয়েছে সেটা নিজস্ব নেটওয়ার্কের উপর । তাই তাদের নেটওয়ার্কের উপর বিভিন্ন প্রজেক্টের এয়ারড্রপ চালু করতে যাচ্ছে।

এয়ারড্রপ ফিচারটি পাওয়ার জন্য এপটি প্রথমে আপডেট করতে হবে। আপডেট করার জন্য btcs.global এখানে যান ও Android অপশন থেকে ডাউনলোড করে নিন। Playstore আপডেট করা হয়নি।

নতুন আপডেট এপ টি ওপেন করার পর এপ ইন্টারফেস এমন দেখতে পাবেন।

এখানে তারা ৭ দিন এয়ারড্রপ টেস্টিং করবে তারপর ২৬ তারিখ থেকে সম্পূর্ণ ভাবে চালু হবে। আশা করা যায় আগে থেকে যারা কাজ করেছেন এবং টেস্টিং এ জয়েন করবেন ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য।

বিস্তারিত আরো জানার জন্য আপনারা এখানে থেকে জেনে নিতে পারবেন।

এখন আসি টেস্টিং এয়ারড্রপে কিভাবে জয়েন করবেন।

টেস্টিং এয়ারড্রপে জয়েন করার জন্য Add project এ ক্লিক করুন।

এখানে দেখতে পাবেন TCA, TCB, TCC এই তিনটি টেস্ট কয়েন এয়ারড্রপ চালু আছে। এখানে প্রতিটি তে ক্লিক করে উপরে দেখতে পাবেন Join Airdrop। সেখান সেখান থেকে জয়েন করে নিন যেহেতু আমি ইতিমধ্যে জয়ে করেছি তাই EXIT Airdrop দেখাচ্ছে।


সব গুলোতে জয়েন করার পর টোকেন গুলো মাইনিং হতে থাকবে প্রতি ১ ঘন্টা পর পর একটি ট্রাঞ্জেকশন সম্পুর্ন হবে ২৫ টা সম্পূর্ণ হয়ে গেলে আপনার একাউন্টে মাইনিং বন্ধ হয়ে থাকবে। তাই পূর্বের মত দিনে একবার ঢুকে ক্লেইম করলেই।

এটা শুধু মাত্র টেস্ট প্রোগ্রাম হয়ত এই টেস্ট প্রোগ্রামে যারা জয়েন করবে তাদের জন্য বেনিফিট কিছু থাকতে পারে পরবর্তীতে।

২৬ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, আরো নতুন আপডেট আসার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেয়ার চেষ্টা করবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেয।

12 thoughts on "Satosi Core অ্যাপের নতুন আপডেট বিস্তারিত জানুন।"

  1. Avatar photo Tahasan Tanvir Contributor says:
    Vai apnar telegram link ta diben
  2. Md.Iqbal Hossain Contributor says:
    Update dewar por app er dhoka jay na.device not supported
  3. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    আমি কাজ ছেড়ে দিসি আগে
  4. Avatar photo Mehedi Hasan Contributor says:
    বেশি একটা লাভ বলে মনে হচ্ছে না। Value কমে যাবে। User অনেক।
  5. Avatar photo MD Shakib Hasan Author says:
    কাজ করি না।
    1. Azharul Islam Babu Contributor says:
      এ্যাপে
  6. mrfarhanisrak Levi Author says:
    বেনিফিট থাকতে পারে!!
  7. Avatar photo TrickBD Support Moderator says:
    আর্নিং পোস্টের ক্ষেত্রে সতর্ক থাকবেন।
    এয়ারড্রপে কিন্তু পেমেন্টের প্রুফ দেয়া যায়না।
    ফলে ট্রেইনার পদ বাতিল হতে পারে।
  8. Azharul Islam Babu Contributor says:
    এ্যাপে
  9. Avatar photo TAHER Author says:
    Value nai maybe

Leave a Reply