সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা.
আজকে আমি সি প্রোগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়Loop Control Statement নিয়ে আলোচনা করব।
যারা আগের পর্ব মিস করেছেন তারা রা দেখে নিন:
Loop Control Statement:
সি প্রোগ্রামে কোন স্টেটমেন্টকে দুই বা এর অধিক বার সম্পাদনের জন্য যে সকল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহৃত হয় তাকে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বলে।
লুপ কন্ট্রোল স্টেটমেন্ট গুলো হচ্ছে :
For Loop Statement :
প্রোগ্রামে কোন স্টেটমেন্ট দুই বা একাধিক বার সম্পাদনের জন্য এটি ব্যবহ্রত হয়।এরুপ ভেরিয়েবলকে কাউন্টার ভেরিয়েবল বলে
For এর গঠন:
Counter Declaration;)
for(I value;Condition;increament/Decrement
{
Statement1;
}
While Loop Statement :
সি প্রোগ্রামে এটিও অনেকটা For এর মত।এটিও দুই বা একাধিক স্টেটমেন্ট সম্পাদনের জন্য ব্যবহৃত হয়।
Do While Loop:
প্রোগ্রামে একাধিক বার লুপ করার জন্য এটি ব্যবহৃত হয়। Do..While স্টেটমেন্ট এ আবর্তন সংখ্যা গণণা করা হয় এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়।…
Entry Control Loop:
এই লুপে লুপ বডি নির্বাহ শুরুর আগেই টেস্ট কন্ডিশন যাচাই করা হয়।কন্ডিশন সত্য না হলে লুপ বডি সম্পাদিত হয় না।
আজ এতটুকু।পরবর্তীতে ভাল রেসপন্স পেলে বাকি পর্ব গুলো শেষ করতে অনুপ্রেরণা পাব।
ভাল থাকবেন সবাই
Contact With Facebook For any Tech Help….
পরবর্তীতে দেয়ার চেষ্টা করব