আসসালামু আলাইকুম!

আজকের এ-ই পোস্টে আলোচনা করবো।

আমরা সবাই মোটামুটি অনেকেই telegram ব্যবহার করি।

telegram শুধু একটা messenger apps না সাথে অনেক feature আছে।

তাই আজকে আমরা জানবো

টেলিগ্রাম এ-র একটা special feature  নাম miniapps নিয়ে

বর্তমানে অনেক viral topic এটা।

এখানে কিভাবে এটা থেকে আয় করা যায়। সেসব নিয়ে বিস্তারিত।

কিভাবে সেরা mini apps select করবেন। সেসব।

Miniapps কি? 

Mini apps মুলত যেকোন html5 সাইটকে telegram user দের উপযোগী করে বানানো হয়।

সেগুলোকে Bot ও mini apps বলে।

এখানে বিভিন্ন কাজের tools পাওয়া যায়।

Text to voice ai!

এখানে কি আয় করা যায়?

যেহেতু telegram এ-র প্রায় 1B এ-র কাছাকাছি user!

সেজন্য এখানে huge user base আছে।

এজন্য এখানে mini apps খুবই জনপ্রিয়।

এখানে আয় করার উপায়?

Telegram এ-র নিজস্ব crypto coin এ-র নাম হলো Toncoin!

এটার সাথে সংযুক্ত অনেক mini apps আছে।

✅সেসবে বিভিন্ন ছোট ছোট task করার মাধ্যমে আয় করা যায়।

✅Token mining / Point Mining করেও আয় করা যায়।

 

কিভাবে  এসব project কাজ করে এবং এসবের income করা Token কিভাবে বিক্রি করবেন?

বর্তমানে অনেক Million user আছে এমন অনেক project আছে।

যারা অনেক ভালো adoption পেয়েছে৷

✅ বর্তমানে অনেক project আছে যেসবে আপনি point income / mining এ-র কাজ করতে পারেন চাইলে।

প্রায় ৩০০ + games আছে।

প্রায়গুলোতেই প্রচুর refer লাগে।

নিচের criteria পুরন করে না।

কিছু এমন উদাহরণ!

 

❌এরকম অনেক shitty project আছে যেগুলো সব বড় project এ-র copycat।

🚫সেসবে বছরের পর বছর mining করলেও তেমন কোন profit পাবেন না।

❌ প্রায় গুলোরই তেমন potential নাই।

🚫তাদের যে coin আপনি earn করছেন সেটার এত বেশি supply যে আপনার income খুবই মূল্যহীন ।

⚡আপনি point farming এ-র বদলে তারা আপনাকে farm করছে।

কিভাবে এমন সেরা project select করবেন?

যেগুলোতে সামনে reward পাওয়া যাবে?

সেজন্য আপনাকে দেখতে হবে!

✅Funding

✅Huge community

✅বড় কোন crypto Company এ-র সাথে partnership

✅premarket listed

✅তাদের token/point এ-র একটা real use আছে। b2c

✅ Twitter এ অন্য project এ-র support

✅Clear roadmap

✅User  incentive ঐ apps use করলে reward পাওয়া যাবে।

✅তাদের token mics এ community এ-র জন্য বড় অংশ রাখা।

এই criteria যদি কোন project পুরন করে তাহলে সেটায় mining করা যায়।

 

আপনাকে কেন এ-ই project গুলো টাকা দিবে?

মুলত একটা project এ-র  যদি নিজস্ব token কোন বড় exchange এ list করতে চায় তাহলে তাদের একটা বড় community/hype দেখাতে হয়।

✅Product যেসব  সবার কাজে আসবে।

আর এ-ই কাজের জন্য উত্তম জায়গা হলো এ-ই telegram mini apps!

যেকেউ নিজের site কে mini apps এ convert করে user gain করতে পারে রাতারাতি।

এখানে মার্কেটিং খরচ খুবই কম।

💰এজন্য company গুলো বিভিন্ন ছোট ছোট task এ-র বিনিময়ে বিভিন্ন point দেয়।

যেমন telegram channel join, twitter follow!

খুব সামান্য no brainer কাজের জন্য point দেয়।

সাথে থাকে refer program!

এভাবে viral হয়ে যায়।

আর এতে exchange গুলো আগ্রহ দেখায় token listing এ-র।

কারন বড় community থাকলে সেখানের থেকে নিজের exchange এ-র জন্য বিপুল পরিমান million million user নেয়া যায়।

যারা এ-ই token mining শেষে earn করা token গুলো বিক্রি করতে যাতে তাদের exchange এ যায়।

এভাবে এ-ই system চলে।

user রা একটা project থেকে টাকা পাওয়ার পর আরেকটাতে যায়।

আর প্রতিদিন অসংখ্য project launch হলেও খুব কমই legit এবং community এর জন্য care করে।

✅ যদি আপনি উপরের জিনিসগুলো খেয়াল করেন তাহলে আপনার সময় নস্ট হবে না আশাকরি।

একেকটা project থেকে কেমন income আশা করা যায়?

এটা আগে থেকে বলা অনেকটা অসম্ভব।

তবে বিভিন্ন factor মিলিয়ে বলা যায়।

যদি আপনি expert হন।

❌user এ-র উপর নির্ভর করে যত বেশি user তত কম income!

✅আপনার যত বেশি point ততবেশি income!

এসব project এ কতদিন কাজ করতে হয়?

মোটামুটি ১-৩ মাস একটানা করতে হয়।

এতে বেশি point করতে পারবেন।

✅এরপর আপনার token যখন listed হবে তখন token sell করে profit করতে পারবেন।

এখানে আপনার সময় হলো investment!

আমি কি এযাবৎ payment পেয়েছি mini apps থেকে?

✅হুম! আমার latest payment হলো uxinvite নামের একটা bot/miniapps থেকে সেখানের থেকে 200 invite token পেয়েছিলাম exchange sign-up এ-র কাজ করে। যার দাম ছিলো $1.60

বর্তমান দাম $2.30+

আমি আগামী পর্বগুলোতে এরকম সব potential project যেসব অবশ্যই payment পাবেন সেসব নিয়ে লিখবো।

আশা করি এ-ই পোস্টের মাধ্যমে নতুন কিছু জিনিস জানতে পেরেছেন।

 

সবাইকে অনুরোধ রইলো।


আরো এরকম নতুন তথ্য জানতে

আমার ছোট টেলিগ্রাম চ্যানেলটি subscribe করুন।

ধন্যবাদ

6 thoughts on "HOT! টেলিগ্রাম থেকে আয়! পর্ব ১! miniapps কি? কিভাবে earn করবেন? পেমেন্ট পাবেন কিভাবে?"

    1. Zubaer Hasan Author Post Creator says:
      Thanks
  1. SK SHORIF KHAN Contributor says:
    Vi really payment dey emon good bot thakle den
    1. Zubaer Hasan Author Post Creator says:
      Ok!
  2. Ahsan Sourov Contributor says:
    Unnecessary post.
    Just looking for tg channel members 🤡
    1. Zubaer Hasan Author Post Creator says:
      Yes Indeed! I Dare You To Write Better One Brother!

Leave a Reply