আসসালামু আলাইকুম

আজকে আমি দেখাব কীভাবে আপনারা নিজেরাই নিজেদের স্যামসাঙ ফোন ফ্লাশ করবেন।বিভিন্ন সফটওয়্যারগত সমস্যায় ফোন কিংবা রম দিতে গিয়ে ফোন ব্রিক হয়।এতে করে দোকান থেকে ফ্লাশ করাতে গেলে অনেক টাকা খরচ হয়।সুতরাং এখন থেকে এই সমস্যায় পড়তে হবে না।

Required things:

  • Firmware of device (Phone/Device software)
  • Samsung Usb driver
  • Odin for flash

নিচে এদের ডাউনলোড লিংক দেওয়া হল:

Firmware:
download
Samsung Usb driver:
download
Odin:
download

এখন ফ্লাশ দেওয়ার পদ্ধতি:

    • প্রথমে আপনার ফোনটিকে ডাউনলোড মোডে নিতে হবে।এর জন্য নিচের ss ফলো করুন।


    • এরপর আপনার ফোনের মডেল অনুসারে উপরের লিংক হতে  firmware ডাউনলোড করুন।
    • এখন তা এক্সট্রাক্ট করুন।
    • এরপর usb driver ও  odin ইন্সটল করুন।
    • এরপর  পিসির সাথে usb cable দ্বারা সংযোগ দিন।
    • odin application টি ওপেন করুন।


    • এবার ss এর মতো করে PDA সিলেক্ট করে এক্সট্রাক্টকৃত firmware এর file  টি দিয়ে start এ ক্লিক করুন।


ফ্লাশ শেষ হলে নিচের মতো হবে:

বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখুন:

20 thoughts on "এখন যেকোনো samsung phone ফ্লাশ করুন নিজে।[PC Required]"

  1. Labib Author says:
    Start দেয়া পরে আর কি কি তা বললেন না?
    1. AshfaqUzzaman Author Post Creator says:
      wait bro bolteci
    2. AshfaqUzzaman Author Post Creator says:
      Post Updated
  2. Masraful Author says:
    stock rom download dite gele je country select korte bole sekhane kun country select korbo!
    1. AshfaqUzzaman Author Post Creator says:
      BNG or Apner Iccha
  3. S.m Tariqul Islam Anny Author says:
    এই পোস্ট আমি আরো আগেই করছি https://trickbd.com/windows-pc/326489 আমি।আপনার চেয়ে আরো বেশি লিখেছি। না দেখেই একটা পোস্ট করে দেওয়া অভ্যাশ হয়ে গেছে ট্রিকবিডিতে।
    1. AshfaqUzzaman Author Post Creator says:
      Sorry vhai ami jantam na ar ami ajke trainer hoici
    2. AshfaqUzzaman Author Post Creator says:
      ar apni vhai post kocen Windowd PC te tai dekte pai ne
    3. S.m Tariqul Islam Anny Author says:
      হুম। Windows PC দেওয়ার কারণ ছিলো যেহেতু এটা পিসি লাগবেই তাই দিয়েছিলাম। আর পরবর্তীতে কোন পোস্ট করার আগে গুগলে সার্চ করে নিবেন। এতে আগে কেউ পোস্ট করলে তার ক্রেডিট টা আর থাকে না।
  4. Mohd. Jahed Contributor says:
    net connection rakhte hoi?
    1. AshfaqUzzaman Author Post Creator says:
      nah
  5. Shipat_Azam Contributor says:
    ভাই আমার মোবাইলে আমার একটি সিম ছাড়া অন্য কোনো সিম সাপুর্ট করে না। আমি কি এই ফ্ল্যাশ টা দিলে
    কোনো সমস্যা হবে?
    1. AshfaqUzzaman Author Post Creator says:
      সমস্যা হবে না
    2. Shipat_Azam Contributor says:
      ধন্যবাদ
  6. Manik@bd Contributor says:
    Vai country lock thake je sob phone a oigolay evabe format korle ki lock khola jabe///
    Country lock kholay cono way ase?

Leave a Reply