আসসালামুআলাইকুম……..
সকলে আশা করি ভালো আছেন।
ভালো থাকারই কথা ট্রিকবিডির সাথে থাকলে সকলে ভালো থাকে।

আশা করি টাইটেল দেখেই কিছুটা হলেও ধারণা পেয়েছেন।
তো যাই হোক মূল বিষয়ে চলে যাই।

আশা করি অনেক উপকৃত হবেন।
ইংলিশ শেখা ছাড়া বর্তমান যুগই অচল……।

আজকে আপনাদের জন্য কিছু টিপস ট্রিকবিডির মাধ্যমে শেয়ার করলাম, ইংরেজিতে দক্ষতা তৈরির কিছু উপায়।
তো শুরু করা যাক……… ….

ইংরেজিতে অনর্গল কথা বলার দক্ষতা তৈরির কয়েকটি সহজ উপায়

How to improve your spoken English……

english speakingযুগটাই এখন এমন,

বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে ভালো চাকরি পেতে গেলে ভালো ইংরেজি বলতে পারার কোন বিকল্প নেই।
এমনও দেখা গেছে, সবরকম যোগ্যতা থাকা স্বত্বেও শুধুমাত্র ইংরেজিতে সাবলীলভাবে কথা না বলতে পারার জন্য অনেকেরই বহুজাতিক কোম্পানিতে চাকরি হয় না। সবাই তো জানেনই….
সময় এসেছে এখন সামনে এগিয়ে যাওয়ার, নিজের দক্ষতা বাড়ানোর।

কীভাবে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলবেন?

নীচের টিপসগুলো অনুসরণ করুনঃ
কাজে লাগবে………

1/ভয় দূর করুনঃ
ইংরেজিতে আপনি হয়তো কথা বলতে চান। কিন্তু আপনার ভয় লাগে। মনে হয়, আপনি ভুলভাল বলে বসবেন, আটকে যাবেন। আশেপাশের সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে। কে হাসলো বা কি করলো, ওইসব ভুলে যান। আপনি যদি শুরুই না করেন, আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার কোথায় ভুল হচ্ছে, কোন জায়গায় আপনাকে উন্নতি করতে হবে। কাজেই অহেতুক ভয় অথবা লজ্জ্বা দূর করুন।

2/ইংরেজিতে ভাবতে শিখুনঃ
আমরা যখন কথা বলি, আমাদের মাথার ভিতরে আগে কথাগুলো সাজাই। তারপরেই বলা শুরু করি। এখন আপনি যদি ইংরেজি বলতে গিয়ে বাংলাতেই কথা সাজানো শুরু করেন অথবা ভাবা শুরু করেন, আপনি ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন না। কাজেই কথা শুরু করার আগে ইংরেজিতে চিন্তা করতে শিখুন। ভাবতে শিখুন। ইংরেজিতেই কথা সাজাতে শিখুন আপনার মস্তিষ্কে।

আপনার শব্দভান্ডার বাড়ানঃ
এটা একটা খুবই সাধারণ সমস্যা, কথা বলতে গিয়ে উপযুক্ত শব্দ খুঁজে না পাওয়া। এই সমস্যার সমাধান একটাই।
সেটা হচ্ছে ইংরেজিতে Vocabulary জ্ঞানদ বাড়ানো।
প্রতিদিনই চেষ্টা করুন নতুন নতুন কিছু শব্দ শিখতে।
সহজ শব্দগুলোই শিখুন, যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করতে পারবেন।

মিডিয়াকে সঠিক কাজে লাগানঃ ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আপনি বিভিন্ন মিডিয়া অথবা মাধ্যমের সাহায্য নিতে পারেন। ইংরেজি বই, ইংরেজি পত্রিকা পড়ুন।
টেলিভিশনের ইংরেজি সংবাদ, বিভিন্ন প্রোগ্রাম দেখুন।
ইংরেজি মুভি দেখুন। সম্ভব হলে Subtitle সহ দেখুন। এতে আপনার শেখাটা অনেক তাড়াতাড়ি হবে। নিজের Voice রেকর্ড করে শুনুন।
এতে আপনার Confidence মানে আত্নবিশ্বাস বাড়বে, নিজের ভুলগুলোও বুঝতে পারবেন।

সমমনা বন্ধু খুঁজে নিনঃ
এমন কিছু বন্ধু খুঁজে বের করুন, যারা আপনারই মতো ইংরেজিতে কথা বলা শিখতে চান। তাদের সাথে প্রতিদিন একবার হলেও বসে ইংরেজিতে কথা বলার চর্চা করুন।
সেটা ১ ঘন্টার জন্য হলেও বা ৩০ মিনিট হলেও।
এভাবে ৬/৭ জন মিলে প্রতিদিন ইংরেজিতে কথা বলতে থাকলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কত দ্রুত আপনি ইংরেজিতে দক্ষভাবে কথা বলতে শিখে গেছেন।……

আর মূল কথা হলো যে শব্দগুলো বুঝবেন না নোট করে শিক্ষকের সহায়তা নিন…….

একদিনে সবকিছু সম্ভব না।
সময় তো লাগবেই।
জানিনা কতটুকু বোঝাতে বা জানাতে পারলাম।
তবুও চেষ্টা করব ট্রিকবিডির মাধ্যমে আপনাদের কিছু শেখাতে।

পোষ্টটি এখানেই সমাপ্ত করলাম।
কথা হবে নতুন পোষ্টে।

ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

Thanks all and stay with Trickbd.com

27 thoughts on "ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য দক্ষতা তৈরির কয়েকটি সহজ উপায়,অবশ্যই আপনাদের কাজে লাগবে।"

    1. Shohagh Subscriber Post Creator says:
      Welcome.
  1. TOUHID SARKER Contributor says:
    Bro, amon kono app asa ke ja english_e koto bolar jono_o ?please share korben link ta.
    1. Atiquzzaman Redoy Author says:
      আমার কাছে আছে।fb ta contact korun.fb/atiquzzamanredoy
    2. Alrt For all! Contributor says:
      Plz.vai app ar nam ta bolen.
    3. Atiquzzaman Redoy Author says:
      fb ta connecte korun.
    4. Alrt For all! Contributor says:
      Fb user name din.
    5. Atiquzzaman Redoy Author says:
      facebook.com/atiquzzamanredoy
    6. Net Master Contributor says:
      Hello English App use korte paren
    1. Shohagh Subscriber Post Creator says:
      TnQ..!
  2. Hossain Mohtasim Contributor says:
    খুব সুন্দর পুষ্ট
    1. Shohagh Subscriber Post Creator says:
      ধন্যবাদ।
    1. Shohagh Subscriber Post Creator says:
      TnQ….
  3. Al Amin Contributor says:
    please vai tunar banan
  4. jalal jr Contributor says:
    ভাই অনেক দিন পরে খুব সুন্দর একটা পোস্ট পেলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ
    1. Shohagh Subscriber Post Creator says:
      Welcome.
  5. Tutul Contributor says:
    I like this post.
    1. Shohagh Subscriber Post Creator says:
      TnQ…
    1. Shohagh Subscriber Post Creator says:
      TnQ…
  6. Tonmoy saha Tono Contributor says:
    ভাই অনেক দিন পরে খুব সুন্দর একটা পোস্ট
    পেলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ
    1. Shohagh Subscriber Post Creator says:
      Welcome…….

Leave a Reply