আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন কাজের কথায় চলে যাইঃ

এই করোনাকালীন লক ডাউনে বিশেষ করে শিক্ষার্থীরা ঘরে বসে সময় পার করছেন। এই সময় টা কাজে লাগিয়ে কিভাবে নিজেকে অন্যদের থেকে এগিয়ে নিবেন সেটাই আজ আলোচনা করবো।

১। কোরআন শিখুন
হয়তো আপনি এখন যুবক। আপনার এখন কোরআন শেখার প্রয়োজনীয়তা অনুভব না ও হতে পারে, তবে আপনি যখন বয়স্ক হবেন তখন আপনি কোরআন শেখার গুরুত্ব অনুভব হলেও ওই বয়সে কোরআন শেখা এতো সহজ নয়। তখন আফসোস করবেন হায় রে সময়টা যদি কাজে লাগাতাম। কোরআন শেখার ফযিলত সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি।

তাই এই এই ঘর বন্দি সময়ে কোরআন শিখুন।
চাইলে নিচের লিংক থেকে ৯৬% ছাড়ে টেন মিনিট স্কুলের কোরআন শিক্ষা কোর্সটি ঘরে বসে করে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ।
Course link: ২৪ ঘন্টায় কোরআন শিখি

২। ইংরেজিতে কথা বলা শেখা
ইংরেজিতে যারা কথা বলতে পারে তারা বেশিরভাগ চাকরিতে অগ্রাধিকার পেয়ে থেকেন।আপনি বিদেশ যাবেন ইংরেজি জানলে ভালো কাজ পাবেন। আপনি ফ্রিল্যাসিং করবেন ইংরেজি জানতে হবে। তাই এই সময়ে ইংরেজি শিখে নিজের দক্ষতা বাড়ান।

আমার ব্লগ সাইট বিকল্প বিদ্যালয়ে ফ্রিতে ইংরেজি শেখাতে পর্ব আকারে স্পোকেন ইংলিশ লেসন লিখছি। চাইলে আমার সাইট থেকেই ইংরেজি শেখা সম্ভব ইনশাআল্লাহ।

আমার সাইট লিংকঃ পর্ব ০১: স্পোকেন ইংলিশ কোর্স ইন বাংলাদেশ

৩। বই পড়ার অভ্যাস ঘরে তুলুন
এই সময়ে আপনি বিভিন্ন ইসলামিক ও শিক্ষামূলক বই পড়ে বই পড়ার অভ্যাস ঘুরে তুলতে পারেন। দিনে কম ৩০ মিনিট বই পড়ুন। “Enjoy your life” ইসলামিক বইটা পড়তে পারেন।এটা আমার প্রিয় বই। এই বই পড়লে আপনার আচরন পরিবর্তন হয়ে জীবন উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ।

?আমার ট্রিকবিডিতে আরো পোস্টঃ
এবার HSC প্রস্তুতি নিন টেন মিনিট স্কুলের সাথে

৯০% ছাড়ে টেন মিনিট স্কুলের ৯,৫০০ টাকার SSC Crush Course করুন মাত্র ৯,৫০ টাকায়

হ্যাকস বান্ডলঃ একটির দামে ৩টি বই!

যে কোনো ব্রান্ডের নতুন বা পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে নিন ব্রান্ড নিউ মটোরোলা ফোন

Book Review: “সবার জন্য Vocabulary”

3 thoughts on "লক ডাউনে সময়কে কাজে লাগান ৩ উপায়ে"

  1. Nill Contributor says:
    Nice Content Bro…
  2. Nill Contributor says:
    Bro apnar bikolpo-biddalo er Theme ta ki share kora jabe???
    1. samim ahshan Author Post Creator says:
      যোগাযোগ করেন

Leave a Reply