আজকে প্রকাশিত হতে যাচ্ছে একাদশ শ্রেণির ১ম পর্যায়ের মাইগ্রেশন এবং ২ য় পর্যায়ে কলেজ চয়েজ এর রেজাল্ট। ১ম পর্যায়ে যারা কলেজ নিশ্চায়ন করেছে তাদের মাইগ্রেশনের রেজাল্ট এবং যারা ২য় পর্যায়ে কলেজ নিশ্চায়ন করেছে তাদের ফলাফল দেওয়া হবে।

আরো পড়ুন যেকোনো বোর্ড পরিক্ষার রেজাল্ট দেখুন ইন্টারনেট এর মাধ্যমে!!

২০২১-২০২২ শিক্ষাবর্ষে এইচএসসি-আলিম বোর্ড ভর্তি ১ম মাইগ্রেশন রেজাল্ট দেখার নিয়ম

২০২২ সালের উচ্চ মাধ্যমিক পর্যায়ের এইচএসসি-আলিমের ভর্তির ১ম পর্যায়ের মেধা তালিকার মাইগ্রেশন ফল প্রকাশ ১০ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখ বৃহস্পতিবার।

এই দিন রাত ০৮:০০ ঘটিকার সময়, সকল সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের এইচএসসি-আলিমের ১ম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে। মোবাইল ও অনলাইনে এই ফলাফল জানা যাবে।

ভর্তি আবেদনে দেওয়া মোবাইল নম্বরে এসএমএস (SMS) এর মাধ্যমে ভর্তির মাইগ্রেশন রেজাল্ট, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

এছাড়া একাদশের ভর্তির দাপ্তরিক ওয়েবসাইট (xiclassadmission.gov.bd) থেকে ভর্তির ১ম মাইগ্রেশনের রেজাল্টের বিস্তারিত জানা যাবে।

অনলাইনে উপরোক্ত ঠিকানায় গিয়ে, ভর্তিচ্ছু শিক্ষার্থীর বিগত পরীক্ষার তথ্য দিয়ে ১ম মাইগ্রেশনের বর্তমান অবস্থা জানা যাবে।

২য় পর্যায়ে কলেজ নিশ্চায়ন এর রেজাল্ট যেভাবে দেখবেন

ভর্তি আবেদনে দেওয়া মোবাইল নম্বরে এসএমএস (SMS) এর মাধ্যমে কলেজ নিশ্চায়ন এর রেজাল্ট, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

এছাড়া একাদশের ভর্তির দাপ্তরিক ওয়েবসাইট (xiclassadmission.gov.bd) থেকে ভর্তির ২য় পর্যায়ের কলেজ নিশ্চায়ন এর রেজাল্টের বিস্তারিত জানা যাবে।

Bd Top Tech

সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) আর্টিকেল দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন।

ভিসিট করুনঃ BD Top Tech.com

আরো পড়ুন জেনে নিন ফেসবুকের পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে!!

আল্লাহ হাফেজ!!

One thought on "আজকে প্রকাশিত হতে যাচ্ছে একাদশ শ্রেণির ১ম পর্যায়ের মাইগ্রেশন এবং ২ য় পর্যায়ে কলেজ চয়েজ এর রেজাল্ট যেভাবে দেখবেন!"

  1. TrickBD Support Moderator says:
    নীতিমালা মেনে মানসম্মত পোস্ট করুন।
    পার্সোনাল লিংক পোস্টের শেষে।

Leave a Reply