সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।ট্রিকবিডির সাথে থাকলে ভালো থাকারই কথা। আজ লিখেছি qr code নিয়ে।

বর্তমান ডিজিটাল যুগে আপনার ব্যাক্তিগত এবং ব্যবসায়িক কাজে qr  code ব্যবহারের বিকল্প নেই।গবেষণায় দেখা গেছে qr code এর মাধ্যমে মানুষ ইনফরমেশন কালেক্ট করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করে।ও

ওয়েবসাইট এড্রেস,সোশাল মিডিয়া প্রোফাইল,ইকমার্স প্রোডাক্ট ইউআরএল, বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সার্ভিস সবক্ষেত্রেই এখন qr code ব্যবহার হচ্ছে।

আজ আমরা দেখব আপনার তৈরি করা qr code কিভাবে ট্র্যাক করবেন।অর্থাৎ কতজন আপনার QR code স্ক্যান করছে,তাদের লোকেশন কোথায়,তাদের ব্রাউজার, অপারেটিং সিস্টেম সব দেখতে পারবেন।এরজন্য আমরা qr code এর মধ্যে url ব্যবহার করবো।

প্রথমে এইখানে ভিজিট করুন Qr code maker

এরকম পেজ দেখতে পাবেন।এখানে কোন ঝামেলা ছাড়াই Google account দিয়ে signup করে ফেলুন।অথবা ম্যানুয়ালিও সাইনআপ করতে পারেন

এরপর link বাটনে ক্লিক করুন

এরপর নিচের ইন্টারফেস দেখতে পাবেন।এখানে আপনি যে লিঙ্ক qr code এ convert করতে চান সেটি লিখুন।এটি হতে পারে আপনার ওয়েবসাইট, ফেসবুক প্রোফাইল লিঙ্ক, পোর্টফোলিও ওয়েবসাইট।

এরপর create scan tracking url বাটনে ক্লিক করুন।এরপর এখান থেকে generate qr code এ ক্লিক করুন।

 

 

এরপর link to qr code ট্যাবে ক্লিক করলে নিচের মত ইন্টারফেস দেখতে পাবেন।এখানে scan tracking এ টিক চিহ্ন দিয়ে দিন

 

 

এরপর  একটু নিচে গেলে আরো বিভিন্ন অপশান দেখতে পাবেন।এখানে ইচ্ছে মত আপনার qr code ডিজাইন করতে পারবেন।যেমন আপনার যদি qr code টি ফেসবুক প্রোফাইলের হয় তাহলে branding বাটনে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইল পিকচার কিংবা ফেসবুকের লগো এড করতে পারেন

এরপর সবশেষে আপনার qr code টি ডাউনলোড করে নিন।যত মানুষ আপনার qr code টি স্ক্যান করে আপনার লিঙ্কে ভিজিট করবে তার বিস্তারিত ডিটেইলস আপনি দেখতে পাবেন। এজন্য link বাটনে ক্লিক করুন।

এরপর statistics বাটনে ক্লিক করে আপনার qr code স্ক্যানের বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন।

এখানে আরেকটা  বড় সুবিধা হচ্ছে আপনি আপনার qr code এর তথ্য পরবর্তীতে চেইন্জ করতে পারবেন।আপনার যদি কোন সময় মনে হয় যে আমি আমার url পরিবর্তন করতে চাই। তাহলে আপনি নতুন qr code তৈরি না করেই সেটি করতে পারবেন।তারজন্য edit অপশানে ক্লিক করে destination url পরিবর্তন করতে হবে। এটার সুবিধা হল আপনার qr code বিভিন্ন জায়গায় প্রিন্ট হয়ে গেলেও সেটার নিয়ন্ত্রণ আপনার উপরই থাকছে।

 

এছাড়া আরও কিছু ফিচার রয়েছে।আপনি যদি চান আপনার qr code এ পাসওয়ার্ড সেট করতে সেটিও পারবেন।তারজন্য protection অপশানে পাসওয়ার্ড সেট করতে হবে।এছাড়াও এখানে আরও অনেক ফিচার রয়েছে।

আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। আর ট্রিকবিডির সাথেই থাকুন।

5 thoughts on "আপনার qr code কতজন স্ক্যান করছে জেনে নিন।"

  1. Shamim Author says:
    আমার বিকাশ কিউআর কোড কয় জন স্কান করেছে সেটাও দেখা যাবে ৷
  2. Ashraful Author says:
    Valo Post. Kaje ashbe.
  3. যে স্ক্যান করেছে সে যদি অফলাইন থাকে, তাহলে কি দেখতে পারবো?
  4. MD Musabbir Kabir Ovi Author says:
    এটাও যে জানা যায় জানতাম না তো
  5. Qr Code Kibhabe use kore seta niye bolle valo hoto. post voloi ace

Leave a Reply