চলতি বছরে এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিকে ভর্রি জন্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির ৮-ই ডিসেম্বর থেকে শুরু হবে। এবার অনলাইনে ভর্তির জন্য আবেদন ও মেধা তালিকা প্রকাশ করা হবে। তিন ধাপে একাদশ শ্রেণীর ভর্তি জন্য অনলাইনে আবেদন নেওয়া হবে। প্রথম ধাপের আবেদন ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপর এক সপ্তাহ পর ফলাফল প্রকাশ করা হবে। এভাবে তিন ধাপে আবেদন গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে।

প্রতিবছর এর মত এবারো শুধু অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। এ টাকা নিয়ে সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির আবেদন করা যাবে। আর শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিয়ন ফি ৩২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত আরো আসতেছে বিজ্ঞপ্তি প্রকাশ এর পর …….!

 

 
             

শুধু রেফার করে ইনকাম করুন ৩০০ থেকে ৪০০ টাকা প্রতিদিন

       

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

7 thoughts on "২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি আবেদনের নীতিমালা গুলো দেখে নিন.!"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    নীতিমালা পোস্ট করার জন্য ধন্যবাদ,, নতুন শিক্ষার্থীদের জন্য বেশ কাজে দিবে
  2. S. Rayhan Contributor says:
    ধন্যবাদ,
    সুন্দর করে উপস্থাপন করার জন্য।
  3. অনেক ভালো লিখছেন ।
  4. Md Rubel Islam Contributor says:
    নতুন শিঙ্খাথীদের কাজে আসবে ।শেয়ার করার জন্য,ধন্যবাদ
  5. Naim Siddique Author says:
    Short post but thank you.
  6. pipulakando Author says:
    শিক্ষাবর্ষ ২০২৩-২৪ না।
    শিক্ষাবর্ষ হবে ২০২২-২৩
    টাইটেল ঠিক করুন।

Leave a Reply