বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিত ২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে Online এর মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় ৪র্থ (সর্বশেষ) আবেদন গ্রহণের সিন্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা বোর্ড। এই বিষয় এ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে.!
আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসহমূহের নির্ধারিত ভর্তির ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে হবে.! সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কলেজ এর বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে চতুর্থবার বা সর্বশেষ ধাপে Online এর মাধ্যমে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে.!
১. যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কোন কলেজে মনোনয়ন পায়নি.!
২. যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোন কারণ এ কলেজে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয়ন করতে পারেনি.!
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে চতুর্থবার বা সর্বশেষ ধাপে Online এর মাধ্যমে ভর্তির জন্য নিন্মেক্ত সময়সূচি অনুসরণ করতে হবে.!
১. ৪র্থ (সর্বশেষ) পর্যায়ের আবেদন গ্রহণ ০৮-১০-২০২৩ (রবিবার) এ শুরু হবে এবং ০৯-১০-২০২৩ (সোমবার) রাত ১১-০০ টা পর্যন্ত চলবে.!
২. ৪র্থ (সর্বশেষ) পর্যায়ের আবেদন যাচায় বাছায় চলবে ১০-১০-২০২৩ (মঙ্গলবার)
৩. ৪র্থ (সর্বশেষ) পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ১১-১১-২০২৩ (বুধবার) রাত ৮টায়
৪. ৪র্থ (সর্বশেষ) পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চয়ন ১২-১০-২০২৩ (বৃহস্পতিবার) থেকে ১৩-১০-২০২৩ (শুক্রবার) রাত ৮.০০ টা পর্যন্ত চলবে
কলেজ এর বিদ্যমান আসন সংখ্যা দেখতে নিচে শিক্ষা বোর্ড অনুযায়ী কলেজের লিস্টে দিয়া আছে আপনি আপনার শিক্ষা বোর্ড অনুযায়ী PDF ফাইল ডাউনলোড করে দেখে নিন।
- ঢাকা শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
- কুমিল্লা শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
- রাজশাহী শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
- যশোর শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
- বরিশাল শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
- সিলেট শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
- দিনাজপুর শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
- মাদ্রাসা শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
- ময়মনসিংহ শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
উপর এর লিংক থেকে PDF ফাইল ডাউনলোড করে PDF ফাইলটি ওপেন করে এখানে ক্লিক করবেন।
তার পর আপনার কাঙ্খিত কলেজের নাম লিখবেন ইংরেজি দিয়ে এবং নিচে দেখবেন হলুদ রং এর স্থানে আপনার কলেজ এর নাম শো করবে
তার পর হলুদ রং এর স্থানটি একটু জুম করে ডান সাইডে দেখবেন কোনো আপনার কাঙ্খিত কলেজে কোন বিভাগ এ কতটি সিট ফাকা আছে
- একাদশ শ্রেনীতে ভর্তি জন্য অনলাইনে আবেদন করতে বা নিয়ম জানতে এখানে ক্লিক করুন.!
- নিশ্চয়ন ফি প্রদান করার নিয়ম জানতে এখানে ক্লিক করুন.!
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা-২০২২ অনুযায়ী উল্লেখ্য অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোন ভর্তির কার্যক্রম করা হবে না।
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!
বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন