আজকাল ফেসবুক থেকে নিজের অনেক তথ্যই
অপরিচিত জনদের হাতে চলে যায়। যা
রীতিমতো বিব্রত হন আপনি। তবে এর থেকে
খুব সহজেই পরিত্রাণ পাওয়া যায়। দরকার
কেবল আপনার একটু সচেতনতা।

এ জন্য আপনাকে আপনার ফেসবুক সব সময়ই
সুরক্ষিত রাখতে হবে। এক সচেতন হলেই
আপনি এ কাজটা খুব সহজেই করতে পারবেন।
তাহলে রাখবেন কীভাবে রাখবেন আপনার
ফেসবুক সুরক্ষিত? চলুন সেজন্য ৫টি উপায়
তুলে দেয়া যাক।

১। নিজের ফেসবুকের অ্যাকাউন্ট নিরাপদ

রাখতেই হবে। সে ক্ষেত্রে আপনার
ফেসবুকের পাসওয়ার্ড যেন কেউ জানতে না-
পারেন।

২। একান্ত ব্যক্তিগত তথ্য ফেসবুকে দেওয়া
একেবারেই উচিত নয়। নিজের বাড়ির
ঠিকানা, মোবাইল বা বাড়ির ল্যান্ডলাইন
নম্বর, নিজের জন্ম তারিখ ফেসবুকে না
দেওয়াই উচিত।

৩। এরকমটা ভাবা উচিত নয় যে, নিজের
ফেসবুক প্রোফাইল কেবলমাত্র আপনি একাই
দেখতে পান। আপনি কী পোস্ট করছেন, তা
দেখে ফেলছে সবাই। আপনার পোস্ট এমন
কয়েকজন মানুষ দেখে ফেলছেন, যাঁদের
হয়তো চেনা সম্ভবও নয়। তাই খুব ব্যক্তিগত জিনিস ফেসবুকে দেওয়াই উচিত নয়।

৫। বাড়িতে বা অফিসে নিজের কম্পিউটারে
বা ল্যাপটপে ফেসবুক প্রোফাইল খুলে রেখে

কোথাও যাওয়াটা একেবারেই উচিত নয়।
আগে লগ আউট করে তবেই নিজের সিস্টেম
ছেড়ে ওঠা উচিত। অন্য কেউ তো আপনার
হয়েও কিছু পোস্ট করে দিতে পারেন। সে ক্ষেত্রে আপনিই বিপদে
পড়তে পারেন।

2 thoughts on "মাত্র ৫টি উপায়ে সুরক্ষিত রাখুন আপনার ফেসবুক"

  1. Mamun Al abdullah Contributor says:
    ভাইয়া আমি ট্রেইনার হতে চাই,অনেক ভাল পোস্ট করি তারপরও পেন্ডিংয়ে থাকে, আমি এখন কি করব,প্লিজ মাকে হেল্প করেন সবাই
  2. Mamun Al abdullah Contributor says:
    ভাইয়া আমি ট্রেইনার হতে চাই,অনেক ভাল পোস্ট করি তারপরও পেন্ডিংয়ে থাকে, আমি এখন কি করব,প্লিজ আমাকে হেল্প করেন সবাই

Leave a Reply