আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা যেভাবে আপনারা ফেসবুকে খারাপ ভিডিও আসা বন্ধ করবেন।
বর্তমানে কিন্তু অনেক বেশি পরিমাণে অনাকাঙ্খিত খারাপ ভিডিও আমাদের ফেসবুক নিউজফিডে অটোমেটিক চলে আসে যেগুলো আমরা চাইনা।
আর এর ফলে বাচ্চারা বেশি পরিমাণে ঝুঁকিতে রয়েছে তাদের কাছে যখন ফোন থাকে তখন এসব ভিডিও সামনে আসলে তাদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয়। এছাড়া আপনি নিজেও যদি এ থেকে মুক্তি পেতে চান তবে একটা সেটিংস করে নিয়ে অনেকাংশে এটা থেকে বাঁচতে পারেন।
তো এর জন্য সর্বপ্রথম আপনারা অফিশিয়াল ফেসবুক অ্যাপটি ইনস্টল করে আপনার আইডিটা লগইন করে ৩ টা দাগ অফশনে ক্লিক করেদিন
Settings & Privacy তে ক্লিক করুন
Settings এ ক্লিক করুন
এবার News Feed এ যান
আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।
★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
Upay একাউন্ট খুলে ফ্রিতে ৫৫ টাকা বোনাস নিয়েনিন
বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}
You must be logged in to post a comment.
kaj hoi na ageei dekci
নিজেই খারাপ ভিডিও সার্চ দিলে, কাজ হবে কিভাবে? Don’t Mind
অনেক আগেই তাই করছি তারপরও কাজ হয় না