হোয়াটসঅ্যাপ এখন অনেকেই
ব্যবহার করছেন। তবে এর
কিছু মজার কৌশল রয়েছে, যা
এখনও সবার জানা নেই। এ
লেখায় তুলে ধরা হলো
তেমন কিছু ট্রিকস, যা ব্যবহার করে
হোয়াটসঅ্যাপে দারুণ
বার্তা পাঠানো যায়।
১. লেখা বোল্ড ও ইটালিক
করার জন্য মেসেঞ্জারের
ভেতর ব্যবহার করতে হবে কয়েকটি চিহ্ন (* _ ~)।
এজন্য নিচের ছবিটির
উদাহরণ দেখুন- ২. রিপ্লাই ফিচার ব্যবহার
করে দ্রুত পরিবর্তনশীল গ্রুপ
চ্যাট সহজেই বুঝতে
পারবেন। এজন্য নিচের
ছবিটির উদাহরণ দেখুন- কোনো একটি মেসেজের উত্তর
দেওয়ার জন্য সেই মেসেজের
ওপরের অপশন বারে চাপ
দিন। এরপর রিপ্লাই-এ
ক্লিক করুন। ৩. আপনার গ্রুপ চ্যাটের ওপর
নিয়ন্ত্রণ আরোপ করার জন্য
কাস্টম সাউন্ড অ্যালার্ট
সেট করুন। এক্ষেত্রে কোনো
জনবহুল এলাকায় শব্দ শুনেই
আপনি আপনার গ্রুপ চ্যাটের অনেক বিষয় বুঝতে পারবেন।
এছাড়া বিরক্ত হয়ে গেলে
মিউট করাও সহজ হবে। মিউট করার জন্য
একটি গ্রুপের নামের ওপর
ট্যাপ করুন। এরপর ট্যাপ
করুন মিউট। সময় নির্ধারণ
করে দিন।
কাস্টম নোটিফিকেশনস একটি গ্রুপের নামের ওপর
ট্যাপ করুন। কাস্টম
নোটিফিকেশনস ট্যাপ করুন।

পছন্দনীয় অপশন সিলেক্ট
করুন। ৪. ভিড়ের মাঝে আপনার
বন্ধুকে খুঁজে বের করতে
নিজের লোকেশন শেয়ার
করুন।
যে কোনো বিষয় শেয়ার
করার জন্য বাম পাশের ছোট অ্যারো চিহ্নটির ওপর ট্যাপ
করুন। এরপর সিলেক্ট করে
নিন প্রয়োজনীয় বিষয়। ৫. কাজের সময়
হোয়াটসঅ্যাপ ব্যবহার
করতে চাইলে শেয়ারিং
ডকুমেন্টস খুবই কার্যকর।
এটি গুগল ড্রাইভ ও
আইক্লাউড সাপোর্ট করে। এছাড়া ড্রপবক্স ও
ওয়ানড্রাইভও ব্যবহার
করতে পারবেন। ৬. গ্রুপ চ্যাট করার সময় কে
আপনার মেসেজ পড়ছে তা
জানতে চাইলে চ্যাটের ডান
পাশে সোয়াইপ করুন।
সেখানে দুটি চেকমার্ক
থাকার অর্থ মেসেজ ডেলিভারি দেওয়া হয়েছে।
দুটি নীল চেকমার্ক থাকার
অর্থ তা পড়া হয়েছে।
৭. গ্রুপ মেসেজের ক্ষেত্রে
সবার জন্যই মেসেজ উন্মুক্ত
থাকে। কিন্তু আপনি যদি কোনো মেসেজ কারো কাছ
থেকে আলাদা করতে চান
তাহলে কী করবেন জেনে
নিন।
এজন্য Settings > Account >
Privacy -এ যান। এরপর Read Receipts বন্ধ করে
দিন।
এছাড়া লাস্ট সিন-এর সময়
যদি প্রকাশ করতে না চান
তাহলে Settings > Account
> Privacy > Last Seen-এ যান। এরপর “Nobody”
সিলেক্ট করুন।
৮. হোয়াটসঅ্যাপে শেয়ার
করা ছবি আপনার ফোনের
ক্যামেরা রোল এ ডাউনলোড
হওয়া বন্ধ করতে চাইলে নিচের সেটিংসটি খেয়াল
করুন।
আপনার ফোনের প্রধান
সেটিংস-এ যান। এরপর
Privacy > Photos-এ যান।
এখান থেকে হোয়াটসঅ্যাপ আনসিলেক্ট করুন।
৯. হোয়াটসঅ্যাপে বিভিন্ন
ব্যবহারকারীর কাছে একই
মেসেজ পাঠাতে চান। কিন্তু
তারা যেন বিষয়টি বুঝতে
না পারে যে এটি কপি করা। সেজন্য মেইন চ্যাট উইন্ডো
থেকে ওপরের বাম পাশের
“Broadcast Lists”-এ যান।
এরপর আপনি যখনই কোনো
recipients সিলেক্ট করবেন
তখনই তাদের একই মেসেজ পাঠাতে পারবেন। তবে
ব্যবহারকারীরা বুঝতে
পারবেন না যে আপনি একই
মেসেজ তাদের
পাঠিয়েছেন।
১০. কার সঙ্গে আপনি সবচেয়ে বেশি চ্যাট করেন
তা জানতে চান? এক্ষেত্রে
আপনার মেসেজের সংখ্যাটা
দেখলেই তা বুঝতে পারবেন।
আর এজন্য Settings >
Account > Storage Usage- এ যেতে হবে।
GPFreeBD.Com

5 thoughts on "হোয়াটসঅ্যাপের ১০ ট্রিকস জেনে নিন , যা আপনি নাও জানতে পারেন"

  1. Shagor Ali Contributor Post Creator says:
    tnx for advice..but jar dorkar se kivabe tokon janbe jodina kew ai post kore r tacara onno kew jene rakhley ba dosh ki jana ta ki kharap
  2. Reja BD Author says:
    ভাই প্রকাশ্যে কপি পোষ্ট করছেন,, আবার Edit ও করেন নাই, পোষ্টে Screnshort এর কথা বলা হয়েছে,, তাহলে Screnshort কই ?
    1. Shagor Ali Contributor Post Creator says:
      ops….mone nai sorry
  3. Tasnim Author says:
    *এই পুস্ট গুলো আগে করা হইছে*
  4. Safayan Ahmed Shuvo Author says:
    ei dhoroner post age korsilam…

Leave a Reply