আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
মেটা প্রায়ই তাদের ফেসবুকের মধ্যে নানা ধরনের ফিচার অ্যাড করে থাকে। কিছু থাকে ইউজার-ফ্রেন্ডলি আর কিছু থাকে বিরক্তিকর। সম্প্রতি ইনস্টাগ্রাম এর মতো একটা ফিচার ফেসবুক মেসেঞ্জারে অ্যাড করা হয়েছে। এর মাধ্যমে আপনি ফেসবুকে দেয়া পোস্ট মেসেঞ্জার দিয়েও পড়তে পারবেন আর আর মেসেজে রিপ্লাই এর মাধ্যমে পোস্টে রিয়েকশন দিতে পারবেন।
তো চলুন দেখে নেয়া যাক।
প্রথমে আপনার মেসেঞ্জারে প্রবেশ করুন।
নিচে Friends নামের একটা নতুন অপশন যুক্ত হয়েছে। ওখানে ক্লিক করুন।
এখানে স্টোরি এর নিচে আপনার ফ্রেন্ড দের ফেসবুক পোস্ট মেসেঞ্জারেই দেখা যাচ্ছে।
প্রতিটা পোস্টের নিচে মেসেজ সেন্ড করার অপশন দেখা যাচ্ছে। এখানে আপনি তার পোস্টে আপনার রিয়্যাকশন তাকে ডিরেক্ট ইনবক্স করেই জানাতে পারবেন। আর লাভ আইকনে ক্লিক করলে তার পোস্টে আপনার লাভ রিয়্যাকশন ইনবক্সে চলে যাবে।
যেমন দেখুন আমি একজন কে পোস্টে লাভ বাটনে ক্লিক করলাম। তার ইনবক্সে এমন আসবেঃ
এইভাবে আপনি কোনো না কোনো বাহানায় যাকে খুশি তাকে মেসেজ দিতে পারবেন। 😁 (Jokes a part)
তবে হ্যাঁ, এই ফিচার হয়তো এখনই অনেকে পাবেন না। ধীরে ধীরে সব অ্যাকাউন্টেই পাবেন। ফিচারটি পেতে হলে মেসেঞ্জার আপডেটেড রাখতে হবে। আপডেট করে নিতে এখানে ক্লিক করুন।
আমার অন্যান্য পোস্ট দেখে আসতে পারেনঃ
- পিসির জন্য নিয়ে নিন Driver Booster 12 Pro একদম ফ্রি তে! [With Genuine License Key 2025]
- ক্লাউড কম্পিউটিং: দুনিয়া বদলে দেয়া ইন্টারনেটের বিশাল ডেটাবেজের রহস্য উন্মোচন।
- নিয়ে নিন জনপ্রিয় অ্যানিমে Attack On Titan অরিজিনাল হিন্দি ডাবিং সহ! (সিজন ১)
- পিসিতে কিভাবে ব্যবহার করবেন Youtube Vanced
- পিসির জন্য নিয়ে নিন Capcut Premium একদম ফ্রি তে!
- পিসির জন্য নিয়ে নিন ভিডিও ইডিটিং এর জন্য সেরা সফটওয়্যার Adobe Premiere Pro 25 একদম ফ্রি তে!
যেকোনো প্রয়োজনেঃ ফেসবুকে আমি
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
One thought on "মেসেঞ্জারের নতুন আপডেট! এখন থেকে ফেসবুক পোস্ট পড়তে পারবেন মেসেঞ্জার দিয়েও। [2025]"