আমাদের সবার ই একটা অতীত থাকে
যা হয়তো কষ্টকর আর না হয় হাস্যকর।
আর ঐসমস্ত সব আগের পোস্ট/পিক আমরা এখন কাউকে দেখাতে চাই না।
সেজন্য এক ক্লিক এ সব পোস্ট ডিলেট করার ট্রিক খুজি।

আমার জানামতে এমন কোনো স্ক্রিপ্ট/ট্রিক নেই।
কিন্তু এক ক্লিক এ সমস্ত পোস্ট এর প্রাইভেসি ফ্রেন্ডস করার অপশন ফেইসবুক এ আছে।

এক ক্লিক এ সব পোস্ট এর প্রাইভেসি ফ্রেন্ড করতে নিচের স্টেপ গুলো দেখুন

Setting & Privacy


privacy


Limit the audience for posts you’ve shared with friends of friends or Public?


Limit old post



Confirm


সব পোস্ট এর প্রাইভেসি ফ্রেন্ড হয়ে যাবে

সহজ পদ্ধতিতে ডিলেট যেভাবে করবেন


•প্রথমে আপনার নিজের প্রোফাইলে যান
•নিচে দেখতে পাবেন লিখা Activity logo এখানে ঢুকুন
•ঢুকারপর একটু নিচে দেখতে পাবেন Filter এখানে যান
•তারপর একটা লিষ্ট পাবেন ওখান থেকে Post এ যান

এবার আপনার সব পোস্ট এক লিষ্ট এ পেয়ে যাবেন এটার সুবিধা হলো এখান থেকে ডিলেট এ ক্লিক করলে কনফার্ম করতে বলবে না।এটার জন্য আপনার অনেক পরিশ্রম কমবে।
ফেইসবুক সম্পর্কে অন্য সাহায্য লাগলে কমেন্ট করতে পারেন।
আমার ফেইসবুক আইডি

Visit Our Site

29 thoughts on "এক ক্লিক এ আপনার আইডির সব পোস্ট এর প্রাইভেসি চেঞ্জ করুন সাথে পোস্ট ডিলেট করার সহজ পদ্ধতি।"

  1. MD Mizan Author says:
    agula onek a jane….but valo lekcen
    1. MujahiD ~ (MarkAsYourDAD) Author Post Creator says:
      হুম ভাই যারা আমাদের মত সেটিং নিয়ে ঘাটা ঘাটি করে তারা জানে।
      আর যারা সাধারণ ইউজার তাদের জন্য কাজে আসবে
      ধন্যবাদ?
  2. Md.Abid Perves Author says:
    ভাই আমার ফেসবুক id recover করে দিতে পারবেন?
    আমার id যে ইমেইল দিয়ে খোলা সেটাও রিকভার করতে পারছি না।
    1. MujahiD ~ (MarkAsYourDAD) Author Post Creator says:
      কি সমস্যা হচ্ছে? ফরগেট এ আইডি পান না?
      না ইমেইল এ কোড যায় না?
    2. Md.Abid Perves Author says:
      vai email er pass vule gechi.
      kintu email recovery block hoye geche
    3. Md.Abid Perves Author says:
      তাই ইমেইল এ ঢুকে কোডও দেখতে পারছি না।
      এখন আর কনো ভাবে কি fb রিকভার করা যাবে?.
    4. MujahiD ~ (MarkAsYourDAD) Author Post Creator says:
      হুম! জিমেইল এ আইডি ক্রিয়েট করার মাস জানতে চায় এটাই সব চেয়ে কঠিন স্টেপ।
      এখন ব্লক হয়ে গেলে অন্য কারো ফোন বা অন্য ব্রাউজার দিয়ে আবার রিকোভারির চেস্টা করুন।
      ক্রিয়েট করার মাস চাইলে একটু নিচে *verify by another way” এমন কছু একটা লেখা পাবেন ঐখানে চাপ দিয়ে অন্য যা চাইবে তা দিন।
    5. MujahiD ~ (MarkAsYourDAD) Author Post Creator says:
      জিমেইল না অন্য কোনো ইমেইল?
      ইমেইল এ রিকোভারি কোনো নাম্বার/ইমেইল অ্যাড ছিল? আগের যেকোনো পাসওয়ার্ড মনে আছে?২স্টেপ ভেরিফাই অন আছে?
    6. Md.Abid Perves Author says:
      gmail
      ইমেইল এ নাম্বার add ছিল
      আগের একটি পাস মনে আছে
      ২step verification on করা ছিল না
      এখন রিকভারিতে গেলে বলে
      ১,কবে আপনি এটা তৈরি করেছেন
      আরো অনেক প্রশ্ন করে
      সঠিক তথ্য দেওয়ার পরও বলে
    7. Md.Abid Perves Author says:
      thank you for verification.
      Google cannot understand this id belongs to you
    8. Md.Abid Perves Author says:
      ইমেইল ছাড়া কি id রিকভার করা সম্ভব না?
    9. MujahiD ~ (MarkAsYourDAD) Author Post Creator says:
      আইডি তে যদি রিয়্যেল নাম এবং রিয়্যেল ডেট অব বার্থ থাকে তাহলে সম্ভব
    10. Md.Abid Perves Author says:
      হ্যা দুইটাই আছে।কিভাবে করব?
    11. MujahiD ~ (MarkAsYourDAD) Author Post Creator says:
      নতুন একটি জিমেইল খুলুন
      আপনার আইডির ফরগেট পাসওয়ার্ড এ যান
      No longer have access to these এ যান
      ইমেইল নতুন জিমেইল টা দিয়ে সাবমিট দিন
      তারপর একটা ফাইল চুজ করতে বলবে
      আপনার জন্ম নিবন্ধন,স্কুল সার্টিফিকেট,ভোটার আইড কার্ড এর ছবি তুলে সাবমিট দিন
    12. ft-Mizan Contributor says:
      ebabe help kore jaw, thanks
  3. Md Parvez Hasan Contributor says:
    Good post but Old
    1. MujahiD ~ (MarkAsYourDAD) Author Post Creator says:
      হুম এক্টভিটি লগো টা ওল্ড।
      কিন্তু লিমিট ওল্ড পোস্ট এর ট্রিক টা কেউ পোস্ট করেনি দেখলাম তাই আমি পোস্ট করে দিলাম।
      ধন্যবাদ।
  4. Liton Molla Contributor says:
    Author Paisen abar? Welcome
    1. MujahiD ~ (MarkAsYourDAD) Author Post Creator says:
      হ্যা ভাই! কাল পাইলাম
    2. Liton Molla Contributor says:
      Gd
  5. Ashraful Author says:
    যদি কেও এক ক্লিকে Twitter এর সব Followers রিমুভ করার পোস্ট করতে পারেন তাহলে খুবই উপকৃত হয়।
    1. MujahiD ~ (MarkAsYourDAD) Author Post Creator says:
      এমন কোনো ট্রিক জানা নেই আমার ভাই
  6. Humayun Contributor says:
    Again all post public korar kono system asey naki,????
    1. MujahiD ~ (MarkAsYourDAD) Author Post Creator says:
      না ভাই?

Leave a Reply