সবাইকে আমার আজকের পোস্টে স্বাগতম ।আশা করি সবাই ভালো আছেন ।আপনাদের দোয়াই আমিও ভালো আছে ।

আজকের টপিক


একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি
করতে চান, তাহলে এই পোষ্টটি আপনার
জন্য।

আমরা যারা কম্পিউটার Fb ব্যবহার করি, তারা
প্রত্যেকেই পাসওয়ার্ড শব্দটির সঙ্গে সকলেই
পরিচিত। ই-মেল অ্যাকাউন্ট থেকে শুরু করে
সোসাল নেটওয়ার্কিং, সব ক্ষেত্রে ব্যক্তিগত
নিরাপত্তার জন্য পাসওয়ার্ড ব্যবহার করতে হয়
। এ সব ক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার
না করলে যে কোন সময় সাইবার ক্রাইমের
শিকার হতে পারেন। এ কারনে শক্তিশালী
পাসওয়ার্ড ব্যবহার করুন এবং কিছু সতর্কতা
অবলম্বন করুন।
পাসওয়ার্ড শক্তিশালী করার কিছু কৌশল:

• পাসওয়ার্ডে কমপক্ষে আটটি অক্ষর বা তার
বেশি অক্ষর ব্যবহার করুন।
• ছোট বা বড় অক্ষর, সংখ্যা, চিহ্নের সমন্বয়ে
পাসওয়ার্ড তৈরী করুন।
• পাসওয়ার্ডে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করুন
যেমন @ # $ % ^ & *
• সম্ভব হলে কিছুদিন পরপর পাসওয়ার্ড
পরিবর্তন করুন।
এই নিয়মটি ব্যবহার করুন:
a এর পরিবর্তে @
s এর পরিবর্তে $
space এর পরিবর্তে %
i এর পরিবর্তে !
o এর পরিবর্তে 0
B এর পরিবর্তে 8
যেমন: facebook account এই শব্দ গুলির পরিবর্তে f@ce800k%@cc0unt

যা করা যাবে না :


• নিজের নাম, জন্ম তারিখ, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, বাড়ির নাম বা 123 এসব ব্যবহার না কারাই ভালো।
• অভিধানে খুজে পাওয়া সম্ভব এমন কোন
প্রচলিত শব্দ ব্যবহার করবেন না।
• পাসওয়ার্ডে নিজের বা অন্য কারও ফোন
নম্বর ব্যবহার করবেন না।
• খেয়াল রাখুন ইউজার নেম আর পাসওয়ার্ড যেন কখনোই একই না হয়।
• ভিন্ন ভিন্ন একাউন্টের জন্য ভিন্ন ভিন্ন
পাসওয়ার্ড ব্যবহার করুন।
• ওয়েব ব্রাউজারের ‘রিমেম্বার পাসওয়ার্ড’-এর বিষয়ে সতর্ক থাকুন।
• নিজের পাসওয়ার্ড অনলাইনে বা অন্য কোন
ভাবে কারও সাথে শেয়ার করবেন না
ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শেষ
করলাম।

_#typing_by_ java Apps Store My Page
ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ।

8 thoughts on "শক্তিশালি পাসওয়ার্ড তৈরি করতে চান তাহলে এ পোস্ট টি দেখুন"

    1. Sahariaj Author Post Creator says:
      Tnx
    1. Sahariaj Author Post Creator says:
      Tnx Bro
    1. Sahariaj Author Post Creator says:
      🙂
    1. Sahariaj Author Post Creator says:
      🙂

Leave a Reply