হ্যাকারদের নজর পড়লে কয়েক সেকেন্ডের মধ্যে বেহাত হয়ে যেতে পারে আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডের সিকিউরিটি কোড, কার্ড নম্বরসহ নানান তথ্য। এই তথ্য জানিয়েছেন ব্রিটেনের একদল গবেষক।
ভিসা পেমেন্ট সিস্টেমের বেশকিছু ফাঁকফোকর খুঁজে বের করেছেন নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকরা। এরা দেখেছেন বিশেষ এক পদ্ধতিতে হ্যাকিং করলে তা টেরও পায় না ব্যাংক।
গবেষকরা বলছেন, একাধিকবার ভুল ডেটা দিয়ে কেউ পেমেন্ট করতে চাইলে তা ধরতে পারে না কোনো ব্যাংক বা সাইট। আর এটাকেই কাজে লাগায় হ্যাকাররা।
গবেষক দলের প্রধান মুহাম্মদ আলি জানিয়েছেন, একাধিকবার ভুল ডেটা দিয়ে কেউ পেমেন্ট করতে চাইলে তা ধরতে পারে না অনলাইন পেমেন্ট সিস্টেম। এই ধরনের চেষ্টা বারবার করতে করতে এক সময়ে হ্যাকারদের হাতে চলে আসে সঠিক তথ্য। নতুন কিছু পেতে TipsAdd.Com 😀
2 thoughts on "৬ সেকেন্ডে হ্যাক হতে পারে ডেবিট বা ক্রেডিট কার্ড!"